Saturday 17 November 2018

প্রত্যাবর্তন

প্রত্যাবর্তন

                     ~ সৈকত দাস


কলম রে তুই ওঠ না নেচে,
গণিতধাঁধায় পাক লেগেছে
দশ দিক আজ তোমায় যাচে—
নৃত্য লাগা চিত্ত মাঝে,
আয় রে ধেয়ে কবির কাছে।
উদ্বেলিত মনের মাঝে কলম এবার উঠবি নেচে।

এবার তবে আয় রে নেমে—
অনেকদিন তো ছিলিস থেমে;
ভুবন এবার ডুবুক প্রেমে—
উঠুক তুফান পাতাল ব্যোমে—
বৃষ্টি ঝরুক কঠিন ভূমে।
গণেশদাদার হাতের থেকে এইবারে তুই আয় না নেমে!

ওই চেয়ে দেখ হৃদয়মাঝে,
আজকে কেমন বান ডেকেছে—
আনন্দেরই ঢেউ উঠেছে
চিন্তাধারার বাঁধ ভেঙেছে
আয় বেরিয়ে নি-সংকোচে।
বাঁধনছাড়া প্রেমের ডাকে আয় দেখে যা হৃদয়মাঝে!



ডমরু ছেড়ে পিনাকপাণি
নিলেন রুদ্র-বীণার বাণী;
প্রলয় ত্যাজি সৃজন আনি,
ওই শোন সেই মহাধ্বনি—
নৃত্যরতা আজ শিবানী।
চতুর্হস্তে মুরলী, বীণায় ডমরু ছেড়ে পিনাকপাণি!

ইবলিশ আজ পালায় ছুটে;
পার্থ বীরের নিদ্রা টুটে—
সব সংশয় পড়ছে লুটে,
ধর্মের ভাগ্যের ললাটে
গান্ডীব ফের ঝলসে ওঠে।
কুরুক্ষেত্র ধর্মযুদ্ধে ইবলিশ আজ পালায় ছুটে!

ওঙ্কারের ওই প্রেমের ধ্বনি,
আজকে হৃদয় মাঝেই শুনি;
তোমার তরেই ওগো গুণী—
সাজালেম আজ আসনখানি,
লেখো কবির নতুন বাণী।
আজ তাহলে হোক না লেখা মহাকালের প্রেমের বাণী—
কবির নবীন প্রেমের বাণী—
চিরন্তনী সৃজন বাণী!

সর্বাধিক পছন্দের লেখা

পুরুষোত্তমের প্রতি

পুরুষোত্তমের প্রতি                                          ~ সৈকত দাস হে চির সুধীর, কৌশলী বীর, তব বাণী ছায়াতলে, অব...