Tuesday 30 July 2019

তিনের ছড়া

তিনের ছড়া

                  ~ সৈকত দাস



আয় রে এবার লড়বি যদি
আমাদের হাত শক্ত এখন,
তোদের পায়ের নই রে দাসী
তোদের নিজের নিয়ম মতন।

পড়ছি এখন, হাসছি এখন,
আয় রে কত মারবি রে আয়!
জুলুম শুধুই মেয়ের ওপর?
তালাক দিয়ে পালাস কোথায়?

সংসারেতে বউই খারাপ,
খারাপ স্বামী পাই না খুঁজি—
পুরুষকে তো এই জমিনে
ফেরেশতারা পাঠায় বুঝি!

মেয়ের আবার মন থাকে কি?
কাজ তো শুধু শরীর নিয়ে!
ফেরৎ পেতে করিয়ে দে না
অন্য লোকের সঙ্গে বিয়ে।

এই শরীরে তার অধিকার
হবার পরে আবার তালাক—
এই তো মোরা দিব্যি ছিলাম
ভাগ্য যেমন চালায় চালাক!

কিন্তু কারা বললো যেন:
আমরাও ঠিক মানুষ নাকি!
সংসদেতে হাঁকলো সে বিল
আমরা বাপু ভয়েই থাকি!

সেই বিলেরও বিরোধিতায়
মুখর হলো লোকসভা গো,
কোন এক মিঞা বললো আবার
“বউকে পোষার কী জ্বালা গো!”

সেই শুনে তো হাসছে সবাই
সাংসদেরা বাজায় টেবিল
কিন্তু দেখো পাশ তো হলো
আমার, তোমার, সবার সে বিল!

শোনো গো সেই দয়াল মানুষ,
ভাবলে যারা নারীর তরে:
সব নারীরাই জন্ম দেবে
এমন মানুষ, তাদের ঘরে

শিকল দেখো ভাঙছি এখন
তিন তালাকে ভেংচি কেটে;
আমরা এবার আইন চিনি,
আর তো তোদের নেই পকেটে!

©সৈকত দাস
১৩ই শ্রাবণ, ১৪২৬


সর্বাধিক পছন্দের লেখা

পুরুষোত্তমের প্রতি

পুরুষোত্তমের প্রতি                                          ~ সৈকত দাস হে চির সুধীর, কৌশলী বীর, তব বাণী ছায়াতলে, অব...