Thursday 5 September 2019

শিক্ষক

শিক্ষক

                          ~ সৈকত দাস



শিক্ষক, যাঁর পায়ের সামনে সহজে নোয়াই মাথা
শিক্ষক, যিনি খুলতে জানেন জটিল মনের খাতা।
শিক্ষক, যিনি দেন না চাপিয়ে আপন মনের ভাব—
শিক্ষক, যিনি জ্ঞানের আলোতে পূর্ণ করেন সব!
শিক্ষক, কী তা যায় না বোঝানো বর্ণ, শব্দ, বাক্যে
শিক্ষক, তিনি পথটি দেখান পৌঁছে যাবার লক্ষ্যে।
শিক্ষক-কে তো যায় না খোঁজা, তিনি খুঁজে নেন শিষ্য
শিক্ষক মাঝে খুঁজে পাই আমি স্বর্গ-পাতাল-বিশ্ব!
শিক্ষক, তিনি মাতা-পিতা-ভাই-শাসক এবং বন্ধু
শিক্ষক সাথে ক্ষ্যাপার মতন পার করি মহাসিন্ধু।
শিক্ষক, তিনি জাগিয়ে তোলেন হাজার প্রশ্ন মনে
শিক্ষক, তাঁর অস্ত্র ধরেই জিতেছি জীবনরণে।
শিক্ষক মানে কাঁধের ওপর শক্ত একটা হাত
শিক্ষক মানে দিন বদলের বিপ্লবমাখা রাত!
শিক্ষক মানে ব্যবসায়ী? তবে শিক্ষা অশ্বডিম্ব!
শিক্ষক, তিনি দেশের চিত্র, সমাজের প্রতিবিম্ব।
শিক্ষক-পদে প্রণাম জানাই, শিক্ষার পূত অর্ঘ্যে,
শিক্ষক-সাথে চলো যাই আজ জ্ঞান-আলোকের স্বর্গে…

© সৈকত দাস
১৮ই ভাদ্র, ১৪২৬ বঙ্গাব্দ
৫ই সেপ্টেম্বর, ২০১৯ খ্রীষ্টাব্দ

সর্বাধিক পছন্দের লেখা

পুরুষোত্তমের প্রতি

পুরুষোত্তমের প্রতি                                          ~ সৈকত দাস হে চির সুধীর, কৌশলী বীর, তব বাণী ছায়াতলে, অব...