Sunday 14 February 2021

আমার প্রেম

 

মা প্রে

                         ~ শ্রী সৈকত


আমার প্রেমের কোনো দিন হয়না।

তীব্র শীতে হিমালয়ের কোলে দাঁড়িয়ে,

প্রতিটা নিঃশ্বাসের মধ্যে প্রেম মিশে থাকে আমার।

বরফের কামড়, প্রেমিকার চুমোর মতো

জড়িয়ে ধরতে চায় বারবার—

আমি প্রেমে থাকি, প্রতিদিন, প্রত্যেক ছোট ঘুমের রাতে।

আমার প্রেম, ঘাম হয়ে ঝরে পড়ে ক্রান্তীয় অঞ্চলের

প্রবল রুদ্র সূর্যতাপে, স্থির হয়ে দাঁড়িয়ে থাকি অস্ত্র হাতে।

আমার প্রেম, উত্তাল সমুদ্রের মধ্যে সোজা দাঁড়িয়ে থাকে,

মেরুদন্ড শক্ত করে, দুই কাঁধে চেপে থাকে গুরুদায়িত্ব,

উড়ে যায় বিমানের পাখা হয়ে, আমার ভালোবাসা।


আমার প্রেম ঝলসে ওঠে, শত্রুর মাথার খুলি ভেদ করে

চলে যায় দূরে… দেশের অখণ্ডতা, আমার প্রেম হয়ে

স্নিগ্ধ সুবাস ছড়ায় রাতের তারাদের ফাঁকে ফাঁকে।

আমার বুকের রক্ত, গোলাপ হয়ে ফুটে থাকে, আমার সমাধির পাশে,

তিনটে রঙে রাঙা প্রেম, বয়ে চলে সিন্ধু, পদ্মা, ব্রহ্মপুত্র দিয়ে।


আমার প্রেমের কোনো কবিতা লিখিনি আমি,

অসংখ্য কবির কলমে তুমি দেখেছ আমার প্রেমের ছবি:

অগণ্য মানুষের কন্ঠ যখন গেয়ে ওঠে ,

“জনগণ মন অধিনায়ক জয় হে, ভারতভাগ্যবিধাতা…”,

কন্যাকুমারী থেকে লাদাখ পর্যন্ত শিহরিত হয়ে ওঠে

আমার প্রেম, ভারতবর্ষ, প্রেমের পুণ্যক্ষেত্র।


© শ্রী সৈকত

১ ফাল্গুন, ১৪২৭

১৪ ফেব্রুয়ারি, ২০২১

সর্বাধিক পছন্দের লেখা

পুরুষোত্তমের প্রতি

পুরুষোত্তমের প্রতি                                          ~ সৈকত দাস হে চির সুধীর, কৌশলী বীর, তব বাণী ছায়াতলে, অব...