Sunday 4 August 2024

দাগ

 দাগ

                      ~ শ্রী সৈকত



যারা গেছে, যারা নেই,

থেকে গেছে তারা বুঝি

চিন্তাতে সেভাবেই -

সাগরের ঢেউ যেন

বালিতে আঁচড় কেটে

ফেরে কেন,

দাগগুলো চেয়ে থাকে অনিমেষে

জানে না সে কী অপার বিষ্ময়ে

ফিরে আসে

ফিরে যায়, বহুদূর দিনশেষে

পাখিদের কাকলিতে ঘুম ভাঙে

সাগরের ধার ঘেঁষে

ঝিনুক কুড়িয়ে নেয়

হয়তো নেয়না বুঝি,

মরে যাওয়া ঝিনুকের প্রতি চির অনীহাতে

বেদন বিষম ক্ষতে

সমুদ্র কিনারাতে…


শ্রী সৈকত

১৯ শ্রাবণ, ১৪৩১, রাত্রি ১০:০৫

বহরমপুর

সর্বাধিক পছন্দের লেখা

পুরুষোত্তমের প্রতি

পুরুষোত্তমের প্রতি                                          ~ সৈকত দাস হে চির সুধীর, কৌশলী বীর, তব বাণী ছায়াতলে, অব...