Friday 10 April 2020

প্রতীকী

প্রতীকী
                     ~ সৈকত দাস



হাজার দীপাবলি এলো, আবার চলেও গেল সব আলো নিভিয়ে,
কত আশার গান গাইলাম, পাড়ার মোড়ের মঞ্চের নাটকে
গলা ছেড়ে কত বলেছি: একদিন সূর্য উঠবেই,
একদিন পাখি গান গাইবেই, একদিন রাত্রি ঘুচে…
দীপাবলির অনুষ্ঠানের পর, বাড়ি ফিরে যাওয়ার পথে
আমার বোন ধর্ষিতা হয়েছে, আমার বাড়িতে হুমকি এসেছে চুপ করে থাকার ।
গবেষকদের সারা বছর ধরে সরঞ্জাম আর ঠিকঠাক অর্থ না দিয়ে,
বিপদের সময়ে তাদের কাছ থেকেই দ্রুত সমাধানের দাবী করেছি আমরা
খবরের চ্যানেলের প্রাইম টাইমে, দাম্ভিক উপস্থাপকের চমৎকার কথার মাধ্যমে ।
তোমার বাড়িতে কাল কয়েকটা মানুষ এসে, তোমার বাবাকে খুন করে গেছে ।
তারা আবার, ধর্ম দেখে পিটিয়ে মেরেছে কয়েকজনকে ।
ডাক্তারকে পাথর ছুঁড়েছে, পুলিশকে পিটিয়েছে মাঝে মাঝেই,
তবু এসো দীপাবলি পালন করি, প্রতীকী আলো জ্বালাই,
কারণ, আমাদের সবকিছুই তো প্রতীকী—
প্রতীকী শিক্ষা, প্রতীকী স্বাস্থ্য, প্রতীকী অর্থব্যবস্থা,
প্রতীকী রাজা, প্রতীকী মন্ত্রী, প্রতীকী আমি, প্রতীকী তুমি !
আর আমরা তো জানিই : একদিন সূর্য উঠবেই,
একদিন পাখি গান গাইবেই, একদিন রাত্রি ঘুচে…
আচ্ছা, একটা প্রশ্ন ছিল, সত্যি সত্যিই সূর্য উঠেছে কোথাও, প্রতীকী সূর্য ?!

© সৈকত দাস
২৩ শে চৈত্র, ১৪২৬

Sunday 5 April 2020

পোষ্য

পোষ্য

                 ~ সৈকত দাস


আমার কয়েকটা পোষা ভূত আছে,
প্রতিদিন তাদেরকে আমি নিজে হাতে তৈরি করি,
খাইয়ে দাইয়ে স্বাস্থ্যবান করে তুলি তাদের ধীরে ধীরে ।
দু-একটা ভূতে আমার আবার সাধ মেটে না,
তাই, আমার জন্মের পর থেকেই, অসংখ্য ভূত বানিয়েছি আমি !
আমার সঙ্গেই থাকে তারা, হাসে, কাঁদে, ঘুরে বেড়ায়,
তাদের সবাইকে আমি হয় তো চিনিও না ঠিকমতো !
কিন্তু, যখন সূর্যের শেষ কিরণটুকু, দিগন্ত রেখার ওপর
হীরের খণ্ডের মতো জ্বলে উঠে নিভে যায় হঠাৎ,
ছুটতে থাকি আমি উর্ধ্বশ্বাসে, ভুলে যাই আমার সব জমা খরচের হিসাব—
কারণ, আমার তৈরি ভূতগুলো, আমাকে তাড়া করে বেড়ায়, সারারাত...

© সৈকত দাস
২২ শে চৈত্র, ১৪২৬
বহরমপুর

সর্বাধিক পছন্দের লেখা

পুরুষোত্তমের প্রতি

পুরুষোত্তমের প্রতি                                          ~ সৈকত দাস হে চির সুধীর, কৌশলী বীর, তব বাণী ছায়াতলে, অব...