Sunday, 5 April 2020

পোষ্য

পোষ্য

                 ~ সৈকত দাস


আমার কয়েকটা পোষা ভূত আছে,
প্রতিদিন তাদেরকে আমি নিজে হাতে তৈরি করি,
খাইয়ে দাইয়ে স্বাস্থ্যবান করে তুলি তাদের ধীরে ধীরে ।
দু-একটা ভূতে আমার আবার সাধ মেটে না,
তাই, আমার জন্মের পর থেকেই, অসংখ্য ভূত বানিয়েছি আমি !
আমার সঙ্গেই থাকে তারা, হাসে, কাঁদে, ঘুরে বেড়ায়,
তাদের সবাইকে আমি হয় তো চিনিও না ঠিকমতো !
কিন্তু, যখন সূর্যের শেষ কিরণটুকু, দিগন্ত রেখার ওপর
হীরের খণ্ডের মতো জ্বলে উঠে নিভে যায় হঠাৎ,
ছুটতে থাকি আমি উর্ধ্বশ্বাসে, ভুলে যাই আমার সব জমা খরচের হিসাব—
কারণ, আমার তৈরি ভূতগুলো, আমাকে তাড়া করে বেড়ায়, সারারাত...

© সৈকত দাস
২২ শে চৈত্র, ১৪২৬
বহরমপুর

No comments:

Post a Comment

সর্বাধিক পছন্দের লেখা

পুরুষোত্তমের প্রতি

পুরুষোত্তমের প্রতি                                          ~ সৈকত দাস হে চির সুধীর, কৌশলী বীর, তব বাণী ছায়াতলে, অব...