Thursday 1 August 2019

হিন্দি ছবি

হিন্দি ছবি

                                                    ~ সৈকত দাস



ঠিক যেন এক হিন্দি ছবি!

ঠিক যেন এক হিন্দি ছবি:
এই ছেলে, তুই মন্ত্রী হবি?
মন্ত্রী না হোক, হ বিধায়ক,
সাত খুন মাফ, ক্রাইম যা হোক।

ভোট জিতবি যেসব মেয়ের
ভোট পেয়ে তুই, ভুলেই যাবি,
সুযোগ পেলে তাকেই তখন
সবাই মিলে চিবিয়ে খাবি।

করবে নালিশ? ধরবে পুলিশ?
কিচ্ছুটি না, কিচ্ছুটি না,
তুই তো তখন সবার মাথায়
চড়েই আছিস, সবাই কেনা।

মেয়েটা যদি নাও বা মরে,
আর যদি বা নালিশ করে!
বাপ, মা, সাথী সঙ্গী যত—
সমস্যা কী? দে না মেরে!

নিন্দা সবাই করবে, তবু
ভাবিস নাকো সমস্যা নেই;
কেস ঝুলবে অনেক দিনই
কাজ সেরে নিস তার মধ্যেই।



ঠিক যেন এক হিন্দি ছবি:
কলম থেমে, নিখোঁজ কবি
যে কবিরা দাপিয়ে বেড়ায়
পাবলিশার আর বইয়ের পাড়ায়।

কথায় কথায় মারছ হাতি
বাঁচবে বেটি, পড়বে বেটি,
বিধায়কের কাছে গিয়েই
কাজের খোঁজে মরবে বেটি।

সেই বেটি আজ হাসপাতালে
লড়ছে জানিস যমের সাথে?
বাপ, কাকীমা স্বর্গগত,
এইটা গেলেই কেল্লাফতে!

সেই রাজ্যের রাজার সভার
এক সভাসদ, এই তো সেদিন
বলল: কবর থেকে তুলে
করবে বলাৎকার— সে স্বাধীন!

লোকালয়ে ঘুরছে শকুন,
শ্বাপদ আজি শহরমাঝে
ধর্ম নিয়ে করছে লড়াই,
মানুষ আজি জোকার সেজে!

এই যদি তোর হয় ভালো দিন,
সেই দিন আর নেই রে দূরে—
মানুষ মেরে খাচ্ছে মানুষ,
উল্লসিছে উচ্চস্বরে!

দ্রৌপদীর আজ বস্ত্র টানে,
কৃষ্ণ কোথায় লোকের ভিড়ে?
দুঃশাসনের কঠিন হাতে,
সেই ইতিহাস ফিরবে কি রে?

©সৈকত দাস
১৫ই শ্রাবণ, ১৪২৬

5 comments:

  1. Dacoit likes it for its simplicity.

    ReplyDelete
    Replies
    1. Complex এর একটি সামান্য অংশ simple. তাই কখনো কখনো, Complex লেখাগুলির মাঝে Simple লেখার দেখাইপেতে পারেন, স্যার।

      Delete
    2. It is neither about simple nor about complex.Any poet's expressive style is very important. The idea of Brahma or spirituality may be complex but presenting them in a more complex manner makes the reader dazzled.
      In the post-modern literary age, the challenge is how a poet expresses superior ideas in a simple way that the reader would not find it hard to understand.
      Any poet who uses tough language skills ( strong old fashioned vocabulary style) like you, becomes hard for readers .It shows the poet is more interested in showing off his own great linguistic style of using tough vocabulary, metaphors, similes ,and other literary tools.
      As a literary critic ,I would expect you conveying tough ideas in simplest of expressions.
      - Nabendu Bikash Mandal (the great literary critic 😜😜)

      Delete
    3. Thank you for your valuable review.

      Delete
  2. আপনার প্রতিবাদী লেখা আমাকে অভিভূত করছে বারবার।

    ReplyDelete

সর্বাধিক পছন্দের লেখা

পুরুষোত্তমের প্রতি

পুরুষোত্তমের প্রতি                                          ~ সৈকত দাস হে চির সুধীর, কৌশলী বীর, তব বাণী ছায়াতলে, অব...