Saturday 15 February 2020

একটা ছেলে

একটা ছেলে
                                  ~ সৈকত দাস



একটা ছেলে পদ্য লেখে, হরেক রকম ছন্দে,
একটা ছেলে মেতেই থাকে আম কাঁঠালের গন্ধে।
সেই ছেলেটাই চুপটি করে জানলা ধারে বসে,
বাড়ির পাশের পুকুর দেখে, দেখে শিশির ঘাসে।
চারদিকে তার গণ্ডি আঁকা, নাই বেরোনোর জো,
জামায় পকেট না থাকলে, বাপরে কী রাগ গো!
সেই ছেলেটা বড্ড গরীব, সেই ছেলেটাই ধনী,
জানতো কি কেউ, কাল হবে সে, প্রথম সারির জ্ঞানী?
গণিত ধাঁধায় কূল না পেয়ে, মাথায় লাগে গোল,
আর সেই মাথাতেই আসছে দেখো হরেক গানের বোল!
সেই ছেলেটা অনেক বড়ো, সেই ছেলেটা ছোটো,
তোমায়-আমায় রোজ সে বলে, “মানুষ হয়ে ওঠো!”
সেই ছেলেটা লড়তে শেখায় ঝড় বাদলের রাতে,
কষ্ট পেলে, সেই ছেলেটাই, হাঁটতে থাকে সাথে।
নামখানা তার অনেক বড়ো, তারচে’ বড়ো মন,
কাউকে সে তো পর করেনি, সবার আপনজন।
আজ যদি কেউ তোমায় দেখে চোখ রাঙাতে চায়,
কেউ যদি তোর দুহাত থেকে খেলনা কেড়ে নেয়;
সেই ছেলেটার হাত ধরে তুই তুলবি বিশাল ঝড়,
চিত্ত হেথা ভয়শূন্য, নাই কোনো ভয়ডর,
তোর নাই কোনো ভয়ডর।

© সৈকত দাস
২ রা ফাল্গুন, ১৪২৬
১৫ ই ফেব্রুয়ারি, ২০২০

1 comment:

সর্বাধিক পছন্দের লেখা

পুরুষোত্তমের প্রতি

পুরুষোত্তমের প্রতি                                          ~ সৈকত দাস হে চির সুধীর, কৌশলী বীর, তব বাণী ছায়াতলে, অব...