Friday 4 June 2021

লাল কোট

 লাল কোট




সাদা কোটের রক্ত, ‘অমূল্য’ থেকে ‘মূল্যহীন’ হয়ে যায়।

বুলেটের শক্ত মুখ, চলে যায়

মাংস শিরা উপশিরা ধমনীর বেড়াজাল ভেদ করে অনেক ভেতরে—

সেবায় ব্যস্ত মানুষটার দীর্ঘদিনের অযত্নে থাকা দেহটা,

কষ্ট পায় বটে, তবে আরো বেশি কষ্ট পায় তাঁর চেতনা।


আর তাঁরা ঘুরিয়ে একটা চড় মারলেই,

টিআরপিখোর মিডিয়া ছুটে যায় পঙ্গপালের মতন।

‘আক্রমণকারী’ হিসেবে শনাক্ত ক’রে,

কয়েকটা কলমের আঁচড়ে,

শেষ হয়ে যায় তাঁদের কর্তব্যের, তাঁদের জীবিকার সবটা।


তাঁরা মানুষের জন্য সরকারের বিরোধিতা করলে জেলে যাবেন,

তাঁরা পুলিশের মার খাবেন, জনতার মার খাবেন।

তাঁদের বুলেট প্রুফ জ্যাকেট প্রয়োজন হয় না,

তাঁদের কাছে আত্মরক্ষার জন্য থাকে না কোনো অস্ত্র,

কারণ, তাঁরা সেবক,

সেবকের নাকি শুধু লাথ খাওয়ার অভ্যাসটা থাকতে হয়,

মৃত্যুভয় নয়।


© শ্রী সৈকত

২০ জ্যৈষ্ঠ, ১৪২৮


চিত্রঋণ: কার্টুনিস্ট সতীশ আচার্য্য

সর্বাধিক পছন্দের লেখা

পুরুষোত্তমের প্রতি

পুরুষোত্তমের প্রতি                                          ~ সৈকত দাস হে চির সুধীর, কৌশলী বীর, তব বাণী ছায়াতলে, অব...