Friday, 31 August 2018

আমি

আমি

(চতুর্দশপদী)

                        ~ সৈকত দাস


হে শমন, মোর কাছে শক্তিহীন তুমি,
মরিবে এ দেহ, তবু মরিব না আমি।
বৃথায় হস্তে তব কালদন্ড! কর্মের
মাঝে আমি রব অক্ষয়। ওগো ধর্মের
রক্ষক, তুমি নাশিবে এ দেহ, মারিবে
এ পঞ্চকোশ, দগ্ধিবে অনলে, পারিবে
না তবু বিনাশিতে আমারে! চিরস্থায়ী
হয়ে রবো মানবের হৃদে। ক্ষণস্থায়ী
এ আনন্দ-সুখ-দুঃখরাশি নই আমি
নই মন দেহ; পঞ্চভূত নই আমি,
নহি আমি মাতৃস্নেহ, পিতা আমি নই,
জন্মি নাই যবে, তবে মরণ কি হয়?
জেনে রাখো তবে মোর পরিচয় তুমি—
চিদানন্দঘনরূপ শিব শিব আমি!

©Saikat Das


No comments:

Post a Comment

সর্বাধিক পছন্দের লেখা

পুরুষোত্তমের প্রতি

পুরুষোত্তমের প্রতি                                          ~ সৈকত দাস হে চির সুধীর, কৌশলী বীর, তব বাণী ছায়াতলে, অব...