Friday 24 August 2018

অপেক্ষা

অপেক্ষা

                                    ~ সৈকত দাস


উত্তাল তরঙ্গময় এ সমুদ্রতীরে
আমি একা বসে আছি
তব অপেক্ষায়—
হে প্রেমময়!
তব উন্মুক্ত চন্দ্রকিরনে, তব উন্মত্ত পবনে,
তব অসীম বিস্তৃত এ কৃষ্ণ গগনে,
কোথা মোর ঠাঁই? বুঝিতে না পাই!

তব দেখা পেলে আমি শুধাব সে কথা
ঢেলে দেব অন্তরের যত জমা ব্যাথা—
তব চরণকমলে।
প্রিয় মোর, তুমি কি কভু আসিবে না হেথা?
কাটিয়াছে রাত্রিদিন নিভৃত প্রতীক্ষায়।

কত লোকে আসে, তারা মোরে দেখে মৃদু হাসে;
কেহ কহে, কার তরে বসে তুই ওরে?
কোনো প্রভু নাহি তোর—
বৃথা কেন বসে রোস হেথা রাত্রি ভোর?
কেহ নাহি তোর!



তবে তুমি কেহ নও?
তুমি তবে কোথা নাই?
এ বিশ্ব চরাচরে প্রতিক্ষণে তবে আমি
তোমারই পরশ কেন পাই!

তুমি আছো, তুমি আছো,
তুমি মোরে ভালোবাসো,
আমি জানি প্রিয়, তবে দেখা নাহি পাই!
তুমি আছো, জানি, কোনো সংশয় নাই।

2 comments:

সর্বাধিক পছন্দের লেখা

পুরুষোত্তমের প্রতি

পুরুষোত্তমের প্রতি                                          ~ সৈকত দাস হে চির সুধীর, কৌশলী বীর, তব বাণী ছায়াতলে, অব...