Sunday 2 December 2018

সংসার পাঁকের মাঝে, এ হৃদয় বিক্রি আছে

সংসার পাঁকের মাঝে, এ হৃদয় বিক্রি আছে

                                             ~ সৈকত দাস




আমরা সবাই বিকোই, দুনিয়ার হাট বাজারে,

কখনো চুপে চাপে, কখনো লোক মাঝারে!

আমাদের চোখও বিকোয়, প্রেম আর রূপের মাঝে—

কখনো মায়ের মুখে, কখনো প্রিয়ার সাজে।

আমরা বিক্রি করি আমাদের ইন্দ্রিয় সব

কান তো উচ্চকিত শুনতে চটুল গুজব;

কর্মীরা বিকোচ্ছে হাত ফি-দিনের কিনতে রুটি

জগতের এই বাজারে কেউ তো চায় না ছুটি!

ছুটি চায়, আঁচড় খেলে, মাইনে ঠিক না পেলে,

সং-সার বুঝল না যে, দিন তার গেলই চলে।

দেখি আজ বিকোচ্ছে মন স্বার্থের প্রেমের কাছে

স্বার্থ ফুরিয়ে গেলেই ভোলা মন ঝুলছে গাছে!

ওরে প্রেম সত্যি আছে, একেবারে স্বার্থ ছাড়া

সে পিরিত বিলিয়ে গেলেন নদীয়ার প্রেমিক গোরা!

সে প্রেমেও বিকোয় হৃদয়, জগতের সবা তরে

কেনা আর বিক্রি ছাড়া কিবা আছে এ সংসারে?

যে জিনিস বেচলে পরে এ হাটের ক্ষান্তি হবে

সে হৃদয় বিক্রি করে কে তাঁরে কিনছে কবে?

তুলসী যে আকর্ষণে পৌঁছোল স্ত্রী এর ঘরে—

সেই এক প্রেমের টানে প্রভু রামে আপন করে!

দশ দিকে উঠছে আজি বিবেকের প্রেমের বাণী

ধন, জন বিকিয়ে দিয়ে একবার আয় দেখিনি!

এসে দেখ মানবপ্রেমে হাসছেন পাগল ঠাকুর

শিবরূপ জীবের সেবায় দে আজ জীবনটা তোর।

ভালোবাস আজ পাপীরে, চোরকে ধর না বুকে,

ঈশামসি ডাকছেন ওই দাঁড়িয়ে সজল চোখে!

আজ তবে যাক বিকিয়ে দুনিয়ার হৃদয় যত

বুদ্ধের পায়ের কাছে মাথা আজ হোক না নত—

পুরুষোত্তমের পায়ে হোক আজ শরণাগত—

প্রেম হোক বাঁধনছাড়া ঘুচে যাক ময়লা যত!

©Saikat Das


No comments:

Post a Comment

সর্বাধিক পছন্দের লেখা

পুরুষোত্তমের প্রতি

পুরুষোত্তমের প্রতি                                          ~ সৈকত দাস হে চির সুধীর, কৌশলী বীর, তব বাণী ছায়াতলে, অব...