Wednesday 23 January 2019

আলোর আশায়

আলোর আশায়

                                          ~ সৈকত দাস




ওঠো জাগো সবে বিবেক-সেনানী, নেতাজী ডাকছে ওই—
স্বামীজি আজকে খুঁজে ফিরছেন 'জেগে থাকা লোক' কই?
কোথায় দেশের সিংহশিশুরা, কোথায় সে বীরবাণী;
চেপে ধরেছে কি আবার মোদের, সেই সে আত্মগ্লানি?

প্রশ্ন উঠেও ওঠে না প্রশ্ন, কলম যে যায় থেমে!
দু-পাতা লিখতে যুবকের দল ওঠে দেখি আজ ঘেমে।
সংগ্রাম তারা জানে নাকো, শুধু নিজেদেরই চেনে তারা:
'আমি, আমি আর আমি'তেই দেখি মনগুলো সব ভরা!
সুভাষচন্দ্র, বিবেকানন্দ, বাঘাযতীনের কথা
কে পড়ছে আর আজকের দিনে, পড়ার সময় কোথা?
ভারতে এখন অনেক নেতা-জী, অনেক প্রভুজী ঘোরে,
কবেকার সেই হলুদ পাতারা হাওয়ায় যাক না উড়ে!
কী হবে ওসব প্যানপ্যানানি ভারতের জয়গানে?
দরকার ছিল, করেছে তখন, এখন কি আর শোনে?

বুঝলে স্বামীজী, আমাদের ছিল তোমাকেই দরকার
অধ্যাত্ম ছাড়া এ দেশের নাহি নাহি উদ্ধার।
ভোগসমুদ্রে ডুবেছে যে দেশ, সে দেশের কিবা আছে?
ত্যাগের সূর্য, হে মহাবীর, যাচি বল তব কাছে।
এসো এসো ওগো হৃদয় মাঝারে, স্নায়ু-পেশী হোক দৃঢ়,
মানবপ্রেমের বন্যায় আজ শান্তি আসুক চির।
তোমার সেনানী জাগুক দেশের কোটি নরনারী মাঝে
এসো এসো বীর, ধরা দাও আজি, মোদের সকল কাজে—
এসো সন্ন্যাসী, আলোক জ্বালাও আঁধার হৃদয় মাঝে!
ভারত আকাশে আজকের রবি নতুন আলোয় সাজে…

© সৈকত দাস
২৩ শে জানুয়ারি, ২০১৯

(মুর্শিদাবাদ বিবেক মিশনের ২০২০ সালের স্মরণিকাতে প্রকাশিত)

4 comments:

সর্বাধিক পছন্দের লেখা

পুরুষোত্তমের প্রতি

পুরুষোত্তমের প্রতি                                          ~ সৈকত দাস হে চির সুধীর, কৌশলী বীর, তব বাণী ছায়াতলে, অব...