Sunday 3 February 2019

দান

দান

(চতুর্দশপদী)

                            ~ সৈকত দাস



ক্রোধ, লোভ, ভয়, লাজ, ধন, জন, মান—
নিঃশেষে তোমারে সখা করিলাম দান,
আমার কীই বা আছে, দেবার তোমারে
তুমি তো রাজেশ্বর; গোলাম তোমার এ।
প্রভু তুমি, সখা মোর, তুমি মোর পিতা
তুমিই পরম শান্তি, তুমিই বিধাতা;
সাষ্ঠাঙ্গে চরণে তব কবে দিনু ঢালি
আমার সকল দুঃখ, পাত্র করি খালি!

জানি না, জানি না আমি, দিয়েছি কী আর
মনে হয় যেন সব চলে গেছে ভার!
দুখ্ যদি কিছু আসে, নাও বুঝি তুমি
তাই সুখ-বেদনায়, তোরে দেখি আমি।
এক রূপে দিয়ে তুমি, হরি' লও পরে,
খেলাখানা গেছি বুঝে, এ চিত্ত না ডরে।।

10 comments:

সর্বাধিক পছন্দের লেখা

পুরুষোত্তমের প্রতি

পুরুষোত্তমের প্রতি                                          ~ সৈকত দাস হে চির সুধীর, কৌশলী বীর, তব বাণী ছায়াতলে, অব...