Tuesday 5 February 2019

খুঁজে ফিরি

খুঁজে ফিরি

            ~ সৈকত দাস




নৌকাখানা ভাসিয়ে দিলাম আজ প্রভাতের গাঙে
স্রোতস্বিনীর ধারা যখন নবীন রাগে রাঙে;
চলল সে নাও স্রোতের টানে
বল্গাহারা হিয়ার গানে
ভৈরবেতে নীরব-বীণা উঠল বেজে প্রাণে—
কে যেন মোর চোখের মাঝে অরুণ-আবীর হানে!

পাবো কি গো কূলকিনারা যেথায় সে কোন কবি—
কার সে আশায় আঁকছে যে কার জগৎজোড়া ছবি!
কী সে বলে, কেই বা শোনে
দূর আকাশের জোনাক গোনে
মনের কথা কইবে কি সে এই বিদেশীর সাথে?
হয় তো বাঁশি উঠবে বেজে ইমন ভূপালীতে!


স্রোতের টানে, একাকী আজ নাও বেয়ে যাই আমি
বাতাস লাগে, পাল তুলে দিই, সন্ধ্যা আসে নামি…
ধ্রুবতারায় চোখ মিলিয়ে
চলি আমি হাল চালিয়ে
দুদিক জোড়া অন্ধকারে, হঠাৎ দেখি আলো!
মনকে বলি, এবার তবে সেই দিকেতেই চলো…

হঠাৎ হাওয়া আসলো ধেয়ে উল্টোদিকের থেকে
হাল, ঢেউ সব হার মানলো, নাও চললো বেঁকে—
হলো না তার কাছে যাওয়া
রইলো পড়ে আকাশ চাওয়া
যে পথ দিয়ে এসেছিলাম, চলিনু সেই পথে
একটা ভোরের মৃত্যু হলো রাতের কঠিন হাতে।।

3 comments:

সর্বাধিক পছন্দের লেখা

পুরুষোত্তমের প্রতি

পুরুষোত্তমের প্রতি                                          ~ সৈকত দাস হে চির সুধীর, কৌশলী বীর, তব বাণী ছায়াতলে, অব...