Saturday 22 June 2019

দিনান্তে

দিনান্তে

                             ~ সৈকত দাস



অতঃপর সন্ধ্যা নেমে আসে
রক্ত-গোলক চলে অস্ত-পথে —
অকারণ তীব্র দাবদাহ
জুড়িয়ে আজি যাবে আঁধার রাতে!
পশ্চিমেতে গঙ্গাতীরে দেখি
ধীরে ধীরে সন্ধ্যা নেমে আসে ।।

দূরে শুনি কোন সে বীণা বাজে
পূরবীতে স্নিগ্ধ গভীর সুরে
সেই সুরেতে পা বাড়িয়ে দিলেম
যাবো বুঝি কোন সে স্বপন-পুরে—
অস্ত-রবির বিদায়বেলায় আজি
শুনতে পেলেম কবির বীণা বাজে ।।

পাখির দল ফিরছে তখন নীড়ে
পূর্ণ আকাশ তাদের কাকলীতে;
দিনের শেষে ক্লান্ত কিছু ফুল
পড়ছে ঝরে গ্রীষ্মের’ নদীতে
সন্ধ্যাকাশে, হরেক রকম পাখি
ডানা মেলে ফিরছে তখন নীড়ে ।।

দখিন থেকে হঠাৎ হাওয়া এলো
সঙ্গে করে একরাশি মেঘ নিয়ে
ঠিক যেন তার কালো চুলের মতো
আসছে বারিদ, বিদ্যুৎ কাঁপিয়ে—
অতীত থেকে কোত্থেকে আজ কেন
দমকা হাওয়ায় গুচ্ছ স্মৃতি এলো!

সন্ধ্যাতারা যাচ্ছে না তো দেখা
ঢেকে আছে কৃষ্ণ ঘনঘোরে
যেন তারে নিচ্ছে কেড়ে কেন
আমার থেকে নিঠুর সময়-চোরে
নদীর পাড়ে হাঁটতেছিলেম একা
সন্ধ্যাতারা যাচ্ছিল না দেখা!

ঝমঝমিয়ে বৃষ্টি নেমে আসে
অন্ধকারে একলা আমি ভিজি
তবু এগোই, যেথায় বীণা বাজে
হয় তো তারে আজই পাবো খুঁজি
আজকে হৃদয় অমৃতধারাতে
ভিজিয়ে দিতে, বৃষ্টি নেমে আসে—
সেই জলেতেই মরুভূমির মতো
তোমার-আমার ছোট্ট শহর ভাসে…

No comments:

Post a Comment

সর্বাধিক পছন্দের লেখা

পুরুষোত্তমের প্রতি

পুরুষোত্তমের প্রতি                                          ~ সৈকত দাস হে চির সুধীর, কৌশলী বীর, তব বাণী ছায়াতলে, অব...