Monday 5 August 2019

বন্ধু আমার

বন্ধু আমার

                     ~ সৈকত দাস



হারিয়ে ফেলেছি বন্ধু কতই পাওয়া-না-পাওয়ার দ্বন্দ্বে,
আসলে জীবনযুদ্ধে সবাই মিশে থাকি ভালো মন্দে!

কত এলো গেলো প্রাণের বন্ধু গুনি এক-দুই-তিনটে…
আসলে বড়ই ভুল করে ফেলি জীবনে মানুষ চিনতে।

বন্ধু আমার অনেক বোদ্ধা জ্ঞানের সাগর, ঢেউ,
মনের কথাটা বুঝবেই সে আর না বুঝুক কেউ।

বন্ধু আমার আকাশের মতো উদার বিশাল মন,
পথের খবর দেবে সে আমাকে, সে আমার প্রয়োজন!

‘স্বার্থ’ কথাটা কখনও আসে না এই আমাদের মাঝে,
সবার আগেতে তার ডাক পড়ে, ছোট বড় সব কাজে।

আমরা দুজনে ভাগ করে খাই যখন যা কিছু পাই,
বাইরে গেলেই ‘খাওয়া, খাওয়া’ বলে চেপে ধরা, ওটা চাইই!

বন্ধু মানে তো খোলা মাঠে ঘাসে একসাথে লুটোপুটি,
বন্ধু মানেই বইপাড়া আর কফি হাউসের ছুটি।

গভীর দুঃখে, বন্ধু মানেই, কেঁদেছি জড়িয়ে ধরে,
হাত ধরে তার একসাথে ফের পৌঁছে গিয়েছি ভোরে!

তোমার বন্ধু, আমার বন্ধু, একইরকম নাকি?
আমার কাছেতে বন্ধুর পর থাকে না তো কিছু বাকি!

যদি বা বন্ধু পেয়েছ এমন, হারিয়ে ফেলো না আর—
ফাঁকা হাতে তুমি আঁকড়ে থেকো না মিথ্যে অহংকার!

হারালে বন্ধু, সরালে বন্ধু, পাবে নাকো আর পরে—
সুনীল বাবু তো ঠিকই বলেছেন: “দুনিয়াটা খাঁ খাঁ করে”!
বন্ধু হারালে, বন্ধু সরালে দুনিয়াটা খাঁ খাঁ করে—
সারাটা জীবন থেকো বন্ধুর হাত দুটো হাতে ধরে…

©সৈকত দাস
১৮ই শ্রাবণ, ১৪২৬

Thursday 1 August 2019

হিন্দি ছবি

হিন্দি ছবি

                                                    ~ সৈকত দাস



ঠিক যেন এক হিন্দি ছবি!

ঠিক যেন এক হিন্দি ছবি:
এই ছেলে, তুই মন্ত্রী হবি?
মন্ত্রী না হোক, হ বিধায়ক,
সাত খুন মাফ, ক্রাইম যা হোক।

ভোট জিতবি যেসব মেয়ের
ভোট পেয়ে তুই, ভুলেই যাবি,
সুযোগ পেলে তাকেই তখন
সবাই মিলে চিবিয়ে খাবি।

করবে নালিশ? ধরবে পুলিশ?
কিচ্ছুটি না, কিচ্ছুটি না,
তুই তো তখন সবার মাথায়
চড়েই আছিস, সবাই কেনা।

মেয়েটা যদি নাও বা মরে,
আর যদি বা নালিশ করে!
বাপ, মা, সাথী সঙ্গী যত—
সমস্যা কী? দে না মেরে!

নিন্দা সবাই করবে, তবু
ভাবিস নাকো সমস্যা নেই;
কেস ঝুলবে অনেক দিনই
কাজ সেরে নিস তার মধ্যেই।



ঠিক যেন এক হিন্দি ছবি:
কলম থেমে, নিখোঁজ কবি
যে কবিরা দাপিয়ে বেড়ায়
পাবলিশার আর বইয়ের পাড়ায়।

কথায় কথায় মারছ হাতি
বাঁচবে বেটি, পড়বে বেটি,
বিধায়কের কাছে গিয়েই
কাজের খোঁজে মরবে বেটি।

সেই বেটি আজ হাসপাতালে
লড়ছে জানিস যমের সাথে?
বাপ, কাকীমা স্বর্গগত,
এইটা গেলেই কেল্লাফতে!

সেই রাজ্যের রাজার সভার
এক সভাসদ, এই তো সেদিন
বলল: কবর থেকে তুলে
করবে বলাৎকার— সে স্বাধীন!

লোকালয়ে ঘুরছে শকুন,
শ্বাপদ আজি শহরমাঝে
ধর্ম নিয়ে করছে লড়াই,
মানুষ আজি জোকার সেজে!

এই যদি তোর হয় ভালো দিন,
সেই দিন আর নেই রে দূরে—
মানুষ মেরে খাচ্ছে মানুষ,
উল্লসিছে উচ্চস্বরে!

দ্রৌপদীর আজ বস্ত্র টানে,
কৃষ্ণ কোথায় লোকের ভিড়ে?
দুঃশাসনের কঠিন হাতে,
সেই ইতিহাস ফিরবে কি রে?

©সৈকত দাস
১৫ই শ্রাবণ, ১৪২৬

সর্বাধিক পছন্দের লেখা

পুরুষোত্তমের প্রতি

পুরুষোত্তমের প্রতি                                          ~ সৈকত দাস হে চির সুধীর, কৌশলী বীর, তব বাণী ছায়াতলে, অব...