Friday 22 May 2020

নিয়মভঙ্গ

নিয়মভঙ্গ
                 ~ শ্রী সৈকত



কুসংস্কারের পায়ের তলায় পিষ্ট হতে হতে
যখন মানুষ ভুলে যায় নিজের অস্তিত্ব,
যখন কোনো অশরীরী নিয়ম, আষ্টেপৃষ্ঠে বেঁধে ফেলে তাকে :
সময়ের গতিমুখ পাল্টাতে তখন আসেন কিছু অতিমানব,
প্রতিটি মানুষের মধ্যে ঈশ্বরকে দেখে, প্রতি মুহূর্তে কাঁদতে থাকেন তাঁরা—
স্তব্ধ হয় ব্রাহ্মণ্যবাদীদের আস্ফালন,
শীতল হয় জীবন্ত নারীর চিতা,
আর সেই আগুন থেকে ফিনিক্স পাখির মতো বেরিয়ে আসেন,
ভারতপথিক রাজা রামমোহন ।

© সৈকত দাস
৮ ই জ্যৈষ্ঠ, ১৪২৭
বহরমপুর

No comments:

Post a Comment

সর্বাধিক পছন্দের লেখা

পুরুষোত্তমের প্রতি

পুরুষোত্তমের প্রতি                                          ~ সৈকত দাস হে চির সুধীর, কৌশলী বীর, তব বাণী ছায়াতলে, অব...