Monday 25 May 2020

কবির প্রতি

কবির প্রতি
                           ~ শ্রী সৈকত




খুব ভোরে আজ ঘুম ভেঙেছে হঠাৎ,
গান গাইছে ‘ঘুম জাগানো পাখি’,
শুনতে পেলাম ললিত রাগে সেতার,
মেঘ কাটিয়ে আলোর আঁকিবুকি!

সূর্য ওঠে পূর্বদিকের কোলে—
তবুও সময় শোনায় ‘বিষের বাঁশি’!
‘সর্বহারা’, ‘বাঁধন হারা’ যাঁরা,
‘ভাঙার গানে’ ফুটবে তাদের হাসি?

‘সাম্যবাদী’ নামধারীরা এখন
অসাম্যেরই ‘গুল বাগিচার’ মালিক।
‘প্রলয় শিখা’ জ্বালাও না আজ, কবি!
‘অগ্নিবীণায়’ ‘নতুন চাঁদের’ ঝিলিক!

‘রাঙা জবা’ শ্যামার পায়ের কাছে
‘পুবের হাওয়ায়’ হারিয়ে গেছে সেও;
‘জিঞ্জীর’ আজ ভাঙতে যদি চাই
সঙ্গে আমার থাকবে নাকো কেউ!

তোমার ছিল অধীনতার জ্বালা
সেই জ্বালা তো আজও আমার আছে;
‘মৃত্যুক্ষুধা’ ঝাঁপিয়ে পড়ে রোজই
‘বুলবুল’ রা মরছে কাজের খোঁজে!

বলব কী আর! ‘বিদ্রোহী’ বীর তুমি!
‘জাতের নামে বজ্জাতি’— সব জানো,
বলতে বলতে কণ্ঠ ছিঁড়ে গেলে
‘শেষ সওগাত’ পাঠিয়ে দিও যেন!

তোমার মতো আমরা সবাই দেখি
ঈদগাহতে শিবের জটার চাঁদ :
প্রণাম নিও, সেলাম নিও তুমি
‘ঝড়’ উঠলে ফের দিও এরশাদ।

© সৈকত দাস
১১ ই জ্যৈষ্ঠ, ১৪২৭
বহরমপুর

No comments:

Post a Comment

সর্বাধিক পছন্দের লেখা

পুরুষোত্তমের প্রতি

পুরুষোত্তমের প্রতি                                          ~ সৈকত দাস হে চির সুধীর, কৌশলী বীর, তব বাণী ছায়াতলে, অব...