Sunday 31 May 2020

অসামান্য

অসামান্য
                   ~ শ্রী সৈকত




স্বাধীনতার পর থেকে আমরা এতদিন মরেছি ফুটপাথের দুপাশে,
দেখতে পায় নি তোমাদের কঠোর-পরিশ্রম-করা সৎ মিডিয়া।
এবারে না হয় ট্রেনের বাথরুমেই পড়ে থাক আমাদের মৃতদেহ,
এবার না হয় সরকারী ‘সুবিধাপ্রাপ্ত’ ট্রেনেই
না-খেতে-পেয়ে মরুক আমাদের বাচ্চা।
ক্ষতি কিছু নেই, আমরা তো সামান্য মানুষ!
আমাদের সব ঘটনা ‘ছোট্ট’ই হয়।
আমরা রাষ্ট্রযন্ত্র বানাই কেন জানেন তো সুশীল ভদ্র মানুষেরা?
সেই যন্ত্রের চাকায় নিজেদেরকে ছিন্নভিন্ন করার জন্য।

© শ্রী সৈকত
১৭ জ্যৈষ্ঠ, ১৪২৭
বহরমপুর

No comments:

Post a Comment

সর্বাধিক পছন্দের লেখা

পুরুষোত্তমের প্রতি

পুরুষোত্তমের প্রতি                                          ~ সৈকত দাস হে চির সুধীর, কৌশলী বীর, তব বাণী ছায়াতলে, অব...