Friday 29 May 2020

মোহভঙ্গ

মোহভঙ্গ
              ~ শ্রী সৈকত



ছোটবেলায় পড়েছিলাম, পৃথিবী নামে একটাই গ্রহ আছে,
সেই গ্রহে মানুষ থাকে— মানুষ! প্রকৃতির শ্রেষ্ঠতম জীব!
এসব মিথ্যা পড়াশোনা গিলে অনেকটা বড়ো হয়ে গেলাম।

তারপর জানলাম, আসলে পৃথিবী অনেকগুলো!
একটা পৃথিবীতে মানুষ নর্দমার জল পান করে,
একটা পৃথিবীতে একটা ঘরের মধ্যে সাতটা মানুষ থাকে ঘাড় গুঁজে।
অন্য একটা পৃথিবী দেখেছি টিভিতে আর মুঠোফোনের ছবিতে,
সেখানে বিশাল বিশাল অট্টালিকায় থাকে একটা কিম্বা দুটো মানুষ—
তাদের বাড়ির সামনে বিশাল বড়ো বাগানে ফুটে থাকে
বিদেশি সব ফুল, পোষা বুলডগের সাথে রোজ ঘুরতে যায় মালিক।
আরেকটা পৃথিবীর একুশ বছরেরা হন্যে হয়ে অপর পৃথিবীর কাছে ছুটে যায়
কাজের খোঁজে, যোগ্যতা অনুযায়ী— পায় হয় তো কদাচিৎ!
কখনো কখনো একাধিক পৃথিবীর ভেন-চিত্র মিশে যায় একটা অঞ্চলে,
কোনো এক বিশেষ সময়ে… সম্ভবত নির্বাচনের আগে;
তখন অসংখ্য পৃথিবী তাদের অধিবাসীদের নিয়ে
একে অপরের দিকে তাকিয়ে হাসে—
আর আমি শুধু লিখে যাই তাদের গল্প।

একমাত্র মানুষই বোধহয় এতগুলো পৃথিবী বানাতে পেরেছে!

© শ্রী সৈকত
১৫ ই জ্যৈষ্ঠ, ১৪২৭
বহরমপুর

No comments:

Post a Comment

সর্বাধিক পছন্দের লেখা

পুরুষোত্তমের প্রতি

পুরুষোত্তমের প্রতি                                          ~ সৈকত দাস হে চির সুধীর, কৌশলী বীর, তব বাণী ছায়াতলে, অব...