Thursday 28 May 2020

অবিকল্প

অবিকল্প
              ~ শ্রী সৈকত
(জর্জ ফ্লয়েড হত্যার পর আমেরিকানদের চরম প্রতিবাদী মানসিকতাকে কুর্নিশ জানিয়ে)



শান্তির বাণী শুনে কোনো অত্যাচারীর মাথাকে নত হতে দেখিনি কখনো।
কলমের আঁচড়কেও মুছে যেতে দেখেছি কবির রক্তের ধারায়।
যে প্রতিবাদী, তার মশালকে বামহাতে তুলে নিতে জানে না,
যে বিদ্রোহী, তার শোষককে নিজের রক্তচক্ষুর দৃষ্টি উপহার দিতে পারে না,
তার জেতার সম্ভাবনা খুব কম, নগণ্য!
তলোয়ারের থেকে কলমের জোর বেশি হতেই পারে,
কিন্তু সবাই যদি তলোয়ার ছেড়ে কলম ধরতে চায়,
সবাই যদি বলে, “শান্তিপূর্ণ উপায়ে অবনত করব অত্যাচারীকে”,
তখন কাদেরকে অনুপ্রাণিত করবে সেই ঝলসে ওঠা কলমেরা?
সময়ের সঙ্গে যদি প্রবাদগুলোর অর্থবিকৃতি ঘটে,
তবে ধর্মের নামে, গায়ের রং দেখে, কিম্বা স্রেফ সন্দেহের বশে
প্রতিদিন অসংখ্য খুন হতেই থাকবে—
আর আমরা— হাঁ করে বসে, শুধু লিখেই যাব, পাতার পর পাতা…

© শ্রী সৈকত
১৮ ই জ্যৈষ্ঠ, ১৪২৭
বহরমপুর

No comments:

Post a Comment

সর্বাধিক পছন্দের লেখা

পুরুষোত্তমের প্রতি

পুরুষোত্তমের প্রতি                                          ~ সৈকত দাস হে চির সুধীর, কৌশলী বীর, তব বাণী ছায়াতলে, অব...