Tuesday 21 July 2020

উন্মোচন

উন্মোচন

                    ~ শ্রী সৈকত

 

সময় হেঁটে চলে সরীসৃপের মতো, বুকে ভর দিয়ে।
ঠাণ্ডা রক্তের স্রোতের মতো বয়ে চলি আমরা।
অতীতের গর্ভে সুপ্ত থাকে বর্তমানের বীজ,
আর বর্তমান বুনে চলে ভবিষ্যতের জন্য অদৃশ্য সূক্ষ্ম জাল।

ভাগীরথীর পাশে কোনো এক ঘাটে দাঁড়িয়ে হঠাৎ খেয়াল হলো:
এ-নদীর প্রথম জলবিন্দুর খোঁজে যাব—
সেই প্রাগৈতিহাসিক যুগে হিমালয় সৃষ্টির পরই কি
গঙ্গোত্রী তার মেয়ের জন্ম দিয়েছিল?
প্রথম সেই জলের কণা কি আজও খুঁজলে পাওয়া যাবে সমুদ্রের বুকে,
নাকি ঘটে গেছে তার উপাদানের অনেক বিকৃতি?
মানুষের ইতিহাসের মতো হয়তো বিকৃত হয়েছে সে-ও!

চির অস্থির নদীর মতো চিরগতিশীল ভারতের খোঁজে
তক্ষুনি বেরিয়ে পড়ল আমার মন, বুদ্ধি আর চেতনা।
অতীতের ভারত এবার ধরা দেবে আমার কলমে,
সহজতায় আর মাধুর্য্যে সে অতীতের কথা লিখে দেবে,
বর্তমানের গবেষণার হাত ধরে আবরণ উন্মোচিত হবে আমার চেতনার।
সরীসৃপের মতো সময়, একইভাবে এঁকেবেঁকে এগিয়ে চলল…

© শ্রী সৈকত
৫ শ্রাবণ, ১৪২৭
বহরমপুর

No comments:

Post a Comment

সর্বাধিক পছন্দের লেখা

পুরুষোত্তমের প্রতি

পুরুষোত্তমের প্রতি                                          ~ সৈকত দাস হে চির সুধীর, কৌশলী বীর, তব বাণী ছায়াতলে, অব...