Wednesday 8 July 2020

আগন্তুক

আগন্তুক
           ~ শ্রী সৈকত



অনাবশ্যক মেঘ এসে পরিবেশটাকে গরম করে রেখেছে।
সন্ধ্যার আকাশ নাকি একঘেয়ে মেঘে ঢাকা—
কার ভালো লাগে বলুন দেখি!
মেঘ যদি হলই, একটু বৃষ্টি হোক,
গরম মাটি প্রাণপণে শুষে নিতে চেষ্টা করুক শেষ জলবিন্দুটুকু:
না-তো শুধু মেঘ আর মেঘ, আর একটা গুমোট ভাব
ঘিরে ধরছে নাগপাশের মতো, অথচ রঘুকূলের কেউ নই আমি!
হঠাৎ মনে হলো, সন্ধ্যার মেঘের একমাত্র কাজ হচ্ছে
চাঁদ আর তারাগুলোকে দেখতে বাধা দেওয়া,
তাতেই তার স্বর্গসুখ, সে চাঁদ পূর্ণিমার হোক, কিম্বা একাদশীর!
অসময়ের আগন্তুক যখন অক্টোপাসের মতো শুঁড়গুলো দিয়ে
আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরছে আমার নক্ষত্রপ্রেমী বন্ধুকে,
ঠিক তখনই আবিষ্কার করলাম
অত মেঘের মধ্যেও একটি তারা জ্বলজ্বলে চোখে
তাকিয়ে আছে আমার দিকে—
সে আলো হয়তো শতবর্ষ পুরনো,
তবু অর্বাচীন মেঘ এসে ঢেকে দিতে পারেনি তাকে…
বন্ধুকে জিজ্ঞেস করলাম: আমরা কি ঐ তারার মতো হতে পারি না?

© শ্রী সৈকত
২৩ আষাঢ়, ১৪২৭

No comments:

Post a Comment

সর্বাধিক পছন্দের লেখা

পুরুষোত্তমের প্রতি

পুরুষোত্তমের প্রতি                                          ~ সৈকত দাস হে চির সুধীর, কৌশলী বীর, তব বাণী ছায়াতলে, অব...