Tuesday 1 January 2019

নতুনের আহ্বানে

নতুনের আহ্বানে

                  ~ সৈকত দাস




যে বীণার ছিঁড়ে গেছে তার
আজ তারে, বাঁধো তুমি নতুন সুরে;
দূরে সরে যাক যত মৃত্যুভয়, লাজ,
নতুন করে শুরু হোক জীবনের এ পথ—
যে পথ হারিয়ে গিয়েছিল একদিন
গহীন বনের মাঝখানে;
অন্ধকার অগম্য সে পথের পথিক সেদিন ছিলে তুমি,
আমি আজ, সে পথেই চলেছি:
এসো তুমি, ধরো হাত, নইলে এ স্বপ্ন
আবার হবে ঘনঘোর মিথ্যায় নির্বাসিত!
আজ এ রাতের শেষে সূর্যোদয়ের সাথেই 
শুরু হোক আবার নতুন পথচলা।
যে কাঁটা ক্ষতবিক্ষত করেছে তোমাকে
তুলে ফেলে, ভুলে যাও সে ব্যাথার কথা—
নইলে রাতের রজনীগন্ধা
ঢালতে পারবে না সুবাস তোমার অন্তরে কোনোদিন;
নইলে ধ্রুবতারাও ব্যর্থ হবে অথৈ পাথারে
নাবিকের পথ নির্দেশনে!
সন্ধ্যার ইমন রাগ স্তব্ধ হবে হঠাৎ, গভীর দীর্ঘশ্বাসে—
অতীতের মিথ্যা স্বপ্ন হাহাকারে ভরে দেবে তোমার পৃথিবী!
ভুলে যাও, ভুলে থাকো অতীতের জঞ্জাল বেদনা!
আজ তুমি নতুন উদ্যমে, বিহঙ্গের পক্ষ সাথে নিয়ে
উড়ে চলো মহাসমুদ্রের উপর দিয়ে;
নাই নাই ভয়, আজ প্রাতে সূর্যের হবেই উদয়:
নতুন সূর্যের দিকে উড়ে যাবো আমরা কেবলই সম্মুখে…

4 comments:

সর্বাধিক পছন্দের লেখা

পুরুষোত্তমের প্রতি

পুরুষোত্তমের প্রতি                                          ~ সৈকত দাস হে চির সুধীর, কৌশলী বীর, তব বাণী ছায়াতলে, অব...