প্রলয়ের আহ্বানে
হে রুদ্র, হে নাথ! যেমন করে আজ
ভেঙে ফেলেছি ছন্দ আমি সব—
ভেঙে ফেলো যত আছে সৃজন তব।
ভালো মন্দ, কিছু না জানি
ভাঙো ভাঙো তুমি আজ!
হে শম্ভু, তোমার রুদ্ররূপ দেখতে
তৃষ্ণার্ত এ দুই নয়ন।
নাচো নাচো আজ প্রলয় ছন্দে
খুলে ফেল যত মোহ মায়া জাল;
স্রোতস্বিনীর মেনো নাকো মানা
উমাকে ভুলে নাচো তুমি আজ!
তোমার পায়ের আঘাতে কেঁপে উঠুক
এ ধরিত্রী! কঠিন-নরম ভেঙে যাক সব… সব!
নও তুমি কারো পতি, কারো পিতা নও,
হে সন্ন্যাসীরাজ, নাচো এবার আপন ভুলে।
ধরিত্রীর গভীর থেকে বেরিয়ে আসুক অগ্নি
খুলে যাক তোমার তৃতীয় নেত্র
দুচোখ থেকে ঝরে পড়ুক অন্তরের বেদনাশ্রু
হৃদয় নিংড়ানো অব্যক্ত কান্না—
সৃষ্টি মিলিয়ে যাক মহাশূন্যে…
বিলীন হোক সকল বেদনা!
চির অন্ধকারে ধ্যানমগ্ন হও, অতঃপর।।
© Saikat Das
ভেঙে ফেলেছি ছন্দ আমি সব—
ভেঙে ফেলো যত আছে সৃজন তব।
ভালো মন্দ, কিছু না জানি
ভাঙো ভাঙো তুমি আজ!
হে শম্ভু, তোমার রুদ্ররূপ দেখতে
তৃষ্ণার্ত এ দুই নয়ন।
নাচো নাচো আজ প্রলয় ছন্দে
খুলে ফেল যত মোহ মায়া জাল;
স্রোতস্বিনীর মেনো নাকো মানা
উমাকে ভুলে নাচো তুমি আজ!
তোমার পায়ের আঘাতে কেঁপে উঠুক
এ ধরিত্রী! কঠিন-নরম ভেঙে যাক সব… সব!
নও তুমি কারো পতি, কারো পিতা নও,
হে সন্ন্যাসীরাজ, নাচো এবার আপন ভুলে।
ধরিত্রীর গভীর থেকে বেরিয়ে আসুক অগ্নি
খুলে যাক তোমার তৃতীয় নেত্র
দুচোখ থেকে ঝরে পড়ুক অন্তরের বেদনাশ্রু
হৃদয় নিংড়ানো অব্যক্ত কান্না—
সৃষ্টি মিলিয়ে যাক মহাশূন্যে…
বিলীন হোক সকল বেদনা!
চির অন্ধকারে ধ্যানমগ্ন হও, অতঃপর।।
© Saikat Das
No comments:
Post a Comment