Saturday 21 December 2019

বর্তমান ভারত

বর্তমান ভারত

                                ~সৈকত দাস


উড়ছে দেখো জেট বিমানে, ওই আমাদের মহান রাজা।
কাটছে দেখো গাঁটের কড়ি, দেশবাসীদের রক্তে ভেজা।
উড়ছে রাজা, ডুবছে প্রজা গলায় বেঁধে অর্থনীতি—
গণিত? সে তো ভাবছে বসে: আইনস্টাইন করলো টা কী!
পাচ্ছে নোবেল দেশের কৃতী, দেখছে সবার সাথেই বিকাশ,
দেশের লোকে করছে বসে বাতাস পচার হিসাব নিকাশ!

মাস্ক লাগিয়ে ঘুরছে মানুষ, বাঁচতে হলে মার্সে যাবে,
মাটন ছেড়ে দুর্গাপুজোয় বঙ্গ তনয় ধোকলা খাবে।
আর কি করা দেশের বেড়া টপকে চলো পড়তে যাব,
আর কিছু না পেলেও বাপু, কম খরচে শিক্ষা পাব!
(আমার) বাপের টাকায় মূর্তি হবে, ঘুরবে রাজা দেশ বিদেশে,
মুক্ত শিক্ষা চাইলে পরে, ফিরতে হবে আঙ্গুল চুষে।
(দেশকে) শিক্ষা-মুক্ত করতে পারি, মুক্ত-শিক্ষা কী জন্য রে?
তার চেয়ে বরং আয় নাচি আয়, ধর্ম দিয়ে মানুষ মেরে!

নতুন করে বলল রাজা, এবার নাকি বিকাশ-সাথে
বিশ্বাসটাও ফ্রীতে দেবে, দেশবাসীদের খাবার পাতে।
কিন্তু সবই গোলমেলে রে, বিশ্বাস তো করছে না কই!
যুক্তি তর্ক করছে, ওদের গাছে তুলে নে কেড়ে মই।
রাজার কথা মানলে পরে, ‘দেশপ্রেমী’ তকমা পাবে,
যুক্তিবাদী সত্ত্বা নিলে এই দুদিনেই অক্কা পাবে!

লিখছি কেন এসব কথা? লিখছি আমি বদখেয়ালে,
জয় দেখছি মিথ্যাবাদীর, ভারত এখন কোন গোয়ালে!
এই কবিতার হয় নাকো শেষ, হয়েছে শুরু আদ্যিকালে;
ভারত যেদিন স্বমহিমায় স্বগরিমায় উঠবে জ্বলে—
সেই দিনটার জন্য বাঁচি, সেই দিনটার জন্য বাঁচাই,
নরেন-সুভাষ আসবে নাকি? সেই দিনটাই দেখতে যে চাই!
(এখানে) সন্তানদের লাশের ওপর লাঞ্ছিতা মা কাফন বিছায়,
আয় না রে ভাই দুহাত দিয়ে, মায়ের চোখের অশ্রু মোছাই!

©সৈকত দাস
২৮ শে অগ্রহায়ণ, ১৪২৬

2 comments:

  1. অগ্নিবর্ষী কলম তোমার

    ReplyDelete

সর্বাধিক পছন্দের লেখা

পুরুষোত্তমের প্রতি

পুরুষোত্তমের প্রতি                                          ~ সৈকত দাস হে চির সুধীর, কৌশলী বীর, তব বাণী ছায়াতলে, অব...