Friday 3 January 2020

সংবাদে ইক

সংবাদে ইক

               ~ সৈকত দাস



ক্লীবতা বড়ই আরামের।
কখনো কখনো মনে হয় —
আহা রে, বিধাতা যদি বানানোর সময়
আপনার মেরুদন্ডের জায়গায়
লম্বামতন আর একটা
ফুসফুস লাগিয়ে দিতেন!
মেরুদন্ড ছাড়া চিৎকারে যে মাহাত্ম্য আছে
তা বোঝে কজন, আর পারেই বা কজন!
আর যদি… এই মনে করুন
আপনার জিভে কোনো স্বাদকোরকই নেই!
তখন? তখন তো আনন্দ আর আনন্দ!
নিজের সুবিধেমতো জুতো চাটতে পারবেন!
নাকের গন্ধ শোঁকার কাজটাও নিষিদ্ধ করতে পারলে—
কেল্লাফতে!
বৃহত্তম গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের
সবথেকে উঁচু আসনে বসার জন্য
আপনিই উপযুক্ত!
অভিনন্দন॥

©সৈকত দাস
১৫ ই পৌষ, ১৪২৬
১ লা জানুয়ারি, ২০২০

No comments:

Post a Comment

সর্বাধিক পছন্দের লেখা

পুরুষোত্তমের প্রতি

পুরুষোত্তমের প্রতি                                          ~ সৈকত দাস হে চির সুধীর, কৌশলী বীর, তব বাণী ছায়াতলে, অব...