Monday 6 January 2020

পরিবর্ধন

পরিবর্ধন
                    ~ সৈকত দাস



অতঃপর তাদের শ্বদন্ত বেরিয়ে আসে
প্রচণ্ড গরমে মুখোশ খুলে ফেলে তারা
হায়েনা, নেকড়ে আর শেয়ালের দল
ভিড় করে সভ্য শান্ত লোকালয়ে এসে ।

লোকালয়ের মানুষেরা নির্বাক, হতভম্ভ ;
রক্তপায়ীরা তাদের দুয়ারে দেয় পাহারা— 
কালো ঘন মেঘে ছেয়ে যায় আকাশ
ওঠে না সূর্য আর, কোনোদিন…

এর মাঝেও কেউ স্বপ্ন দেখে , জেগে থাকে
তার হৃদপিন্ড থেকে ঝরে পড়া  রক্তগুলো
মেঝেতে জমাট বেঁধে থাকে— তবু সে নির্ভীক ।

কলমের আঁচড়ে, রক্তের অক্ষরে সে লেখে নতুন কবিতা
নিরাশার শিল্পীর অন্ধকার ছবিতে, তার রক্ত এঁকে দেয়
এবড়োখেবড়ো , বিশাল এক সূর্য!

© সৈকত দাস
২৪ শে পৌষ, ১৪২৬
১০ ই জানুয়ারি, ২০২০
বহরমপুর
(২০২০ আন্তর্জাতিক পুস্তক মেলায় ‘ভাষাচয়ন’ প্রকাশনের ‘কবিতা খেয়াল’ কাব্যসংকলনে প্রথমবার প্রকাশিত)

1 comment:

সর্বাধিক পছন্দের লেখা

পুরুষোত্তমের প্রতি

পুরুষোত্তমের প্রতি                                          ~ সৈকত দাস হে চির সুধীর, কৌশলী বীর, তব বাণী ছায়াতলে, অব...