Wednesday 3 June 2020

লাল তথ্যের বই

লাল তথ্যের বই

                             ~ শ্রী সৈকত



অতীতের সমুদ্র উত্তাল হয়ে ওঠে কখনো কখনো ।
পাড়ে আছড়ে পড়ে উন্মত্ত ঢেউ এর ফেনা;
স্রোতে ভেসে আসে ভুলে যাওয়া যত কথা আর অন্ধকার স্মৃতি ।
আধখাওয়া একটা ডোডোপাখি হেঁটে বেরিয়ে আসছে সেখান থেকে,
তারপর একে একে চর্বি বার করা তিমি, চামড়া ছাড়ানো সাদা বাঘ,
প্লাস্টিক আবর্জনা খেয়ে মরা হাঙরটা উঠে আসে সেই সমুদ্র থেকে ।
উঠে আসে নাম না জানা আরো কত পশুপাখি,
উঠে আসে হাত পা কাটা অসংখ্য সবুজ গাছ— হেঁটে চলে তারা ।
রক্তাক্ত তাদের দেহ, তাদের সবার মুখে ব্যঙ্গের হাসি,
তারা ইশারা করছে তাদের সেই সারির পেছনের দিকে…
কে আসছে পেছনে ? দূরে অন্ধকারের মধ্যে অবয়বটা ফুটে ওঠে,
তবে মনে হয় ওটা আমারই মনের ভুল !
চোখটা মুছে নিই একবার, আবার, বারবার, কিন্তু না—
সেই মৃত্যুর সারির সবার শেষে, দাঁড়িয়ে আছি, আমি !
রেড ডেটা বুকের বিলুপ্ত প্রজাতির তালিকায়,
কে যেন একটা লিখে দিচ্ছে— হোমো সেপিয়েন্স সেপিয়েন্স !!

© শ্রী সৈকত
১৫ ই চৈত্র, ১৪২৬

No comments:

Post a Comment

সর্বাধিক পছন্দের লেখা

পুরুষোত্তমের প্রতি

পুরুষোত্তমের প্রতি                                          ~ সৈকত দাস হে চির সুধীর, কৌশলী বীর, তব বাণী ছায়াতলে, অব...