Wednesday 3 June 2020

নব্য বর্ণপরিচয়

নব্য বর্ণপরিচয়

                          ~ শ্রী সৈকত


অ এ অপমান, আ এ আম খাই,
পেটে পড়েনিকো কিছু নাস্তায়।
ই এ ইচ্ছে, ঈ এ ঈশ্বর,
বলো দূর ছাই, সব নশ্বর!

উ এ উৎপাত, ঊ এ ঊর্বর,
এর ঘুম নেই, ওর নাই ঘর।
ঋ এ ঋগ্বেদ মহা গ্রন্থ,
করো চুপ আজ, শোনো মন্ত্র।

এ তে একদিন, ঐ ঐচ্ছিক,
রাজা বলছে, সব হ্যায় ঠিক।
ও তে ওলা গাড়ি, ঔ এ ঔরস,
দেখ ঢোঁড়া সাপ, করে ফোঁসফোঁস!

ক এ কম খাও, খ এ খাদ্য,
বাজে ওই দ্যাখ, ভোট-বাদ্য;
গ এ গোমাতা, ঘ এ ঘণ্টা,
গাছ কেটে ফেল, যাক প্রাণটা।
ঙ ভাঙে সব, ভাঙে মনটা!

চ এ চশমা, ছ এ ছারখার,
স্টেজে লেকচার মারা দরকার।
জ এ জাতপাত, ঝ এ ঝক্কি,
মেরে করে দেবো ডোডো পক্ষী।
ঞ ঝঞ্ঝা আনার শখ কি?

ট এ টক্কর, ঠ এ ঠুনকো,
দেখো আশপাশে কত খুন গো।
ড এ ডানদিক, ঢ এ ঢাকঢোল,
আরে বোস না! কেন শোরগোল?
ণ এ কামবাণে সব তালগোল!

ত এ তথাগত, থ এ থই নাই,
বলে কাজ চাই, বলে ভাত চাই!
দ এ দেখিনি তো ধ এ ধর্ষণ,
খাও হরলিক্স, আর গান শোন।
ন এ নাই লুকোবার কোনো কোণ!

প এ পচে গেছে, ফ এ ফুল-ফল,
শিশু নিষ্পাপ, হাসে খলখল।
ব এ বেকাররা ভ এ ভয় পায়,
দেশে প্রেম নাই, আর কাজ নাই।
ম এ মা’কে মেরেও লাজ নাই!

য এ যন্ত্র, র এ রাক্ষস,
আমি ভালো লোক, সব তোর দোষ।
ল এ লক্ষ্মী ব এ বাইরে
যেতে ভয় পায়, সেফ নয় রে!
শ এ শান্ত, ষ এ ষোড়শী,
কান দিসনা পাড়া-পড়শী—
স এ সবাই মেলা হাতে হাত,
হ এ হায়েনাগুলো যাক নিপাত;
ড় এ লড় করে আজ প্রাণপণ:
ঢ় এ আষাঢ়-মেঘের গর্জন।
য় তে আয় তোরা আয় একসাথ,
ৎ এ ভাঙি অসৎ -এর কালো হাত।

অনুস্বরের নেই দেখি আজ কোনো রং—
বিসর্গ ঝড় তোলে তোর নিঃশ্বাসে,
চন্দ্রবিন্দু পাঁক থেকে উঠে চুপি চুপি,
সবার সাথে বেরং দেশের পাশে বসে;
খুনে রাঙা ওই সূর্যটা এক নয়া ভোর নিয়ে আসে,
সব বর্ণেরা মিলে গিয়ে সাদা রঙের স্রোতেই ভাসে—
দাঁতে দাঁত চেপে রাত কে তাড়িয়ে নবযৌবন হাসে:
আর বর্ণমালার বিজয়ডঙ্কাধ্বনি কানে ভেসে আসে…

(শেষের স্তবকের ছন্দ, অন্য স্তবকগুলির মতো নয়)

© শ্রী সৈকত
৫ই ফেব্রুয়ারি, ২০২০
২১শে মাঘ, ১৪২৬

2 comments:

সর্বাধিক পছন্দের লেখা

পুরুষোত্তমের প্রতি

পুরুষোত্তমের প্রতি                                          ~ সৈকত দাস হে চির সুধীর, কৌশলী বীর, তব বাণী ছায়াতলে, অব...