Saturday 4 July 2020

আরও এক ৪ জুলাই

আরও এক ৪ জুলাই
            ~ শ্রী সৈকত



দোস্ত!
আবার এসো নতুনভাবে।
আমরা তোমাকে চিনে উঠতে পারিনি এখনও:
সবাই সুযোগ খোঁজে তোমার মধ্যে—
নিজের নিজের দলে টানতে চায় সবাই!
তবু আমি চেষ্টা করব তোমায় চিনতে। 
না পারলে, আবার এসে, নিজেই চিনিয়ে দিও নিজেকে। 
আজ এই ভারতে তোমাকে খুব দরকার। 
আর দরকার ওই বুড়োটাকেও, 
যাঁকে তুমি ঘাড়ে করে নিয়ে গিয়েছিলে 
বেলুড় মঠের পুণ্যভূমিতে। 
ওই মানুষটাকে নিয়েও রাজনীতি হয় আজ… জানো হয়তো! 
তুমি হয়তো তখনই জানতে পেরেছিলে!
তাই তোমার শিষ্যকে বলেছিলে: 
আমার সমর্থনে কথা বলতে হবে না তোকে,
নিজের কাজ কর গে!
সত্যিই, তোমাকে ডিফেন্ড করার আমরা কে? 
তবু, তুমি তো বন্ধু আমার, প্রাণসখা তুমি। 
তাই যখন কেউ মিথ্যা দোষারোপ করে তোমার ওপর,
যখন নিজেরা সাধুর মুখোশ পরে তথ্যকে বিকৃত করে 
তোমাকে অন্যভাবে উপস্থাপিত করে, 
তখন দ্বিতীয় রিপুকে সংযত করতে পারি না আর।
ক্ষমা কোরো!

© শ্রী সৈকত
১৯ আষাঢ়, ১৪২৭
বহরমপুর

No comments:

Post a Comment

সর্বাধিক পছন্দের লেখা

পুরুষোত্তমের প্রতি

পুরুষোত্তমের প্রতি                                          ~ সৈকত দাস হে চির সুধীর, কৌশলী বীর, তব বাণী ছায়াতলে, অব...