Tuesday 30 June 2020

উপহার

উপহার

                   ~ শ্রী সৈকত



তোমার এবারকার জন্মদিনে একটা সেতার উপহার দেবো।
প্রতিদিন ভাটিয়ার আর ললিতের আলাপে
ভোরের গভীর গম্ভীর গগনের ঘুম ভাঙ্গবে, তোমার হাত ধরে।
সকালের চা-জলখাবারে মিশে থাকবে ভৈরব।
তুমি বাঁচবে সেতারে, আমরা বাঁচব সন্ধ্যার হামীর রাগে।
গভীর রাত্রে ঘুম যদি না হয়, যদি পাশে কোনো বন্ধু না থাকে,
দরবারী কানাড়া বাজিও তারাদের কানে কানে,
সোহিনীর স্পর্শে ঘুম ভাঙুক দিননাথের।
তোমার এবারকার জন্মদিনে একটা বন্ধু উপহার দেবো,
একটা সরস্বতী দেবো এইবার।
বাজাতে বাজাতে তুরীয় অবস্থায় ঝালার উচ্ছ্বাসে হঠাৎ তার ছিঁড়ে গেলে,
অসীম নীলে উড়ন্ত পাখির বুকে সায়ক বিঁধলে—
বেঁধে নিও সেই তার, তুলে নিও সেই তীর:
তোমার জন্মদিনে বাজাও মালকোশ, 
উড়ে যাক সেই পাখি মুক্ত দিগন্তরেখার অভিসারে।
জন্মদিনে এবার একটা নতুন জন্ম উপহার পাবে তুমি,
আর তার সাথে এক আকাশ ভালোবাসা।

© শ্রী সৈকত
১৫ আষাঢ়, ১৪২৭

7 comments:

  1. অসামান্য। এত মিষ্টিভাবে লেখেন আপনি ♥️

    ReplyDelete
    Replies
    1. রসগোল্লা মাখানো ধন্যবাদ 😁

      Delete
  2. “আর তার সাথে এক আকাশ ভালোবাসা” আপনার জন্য

    ReplyDelete
  3. আপনি সেতার খুব ভালোবাসেন। তাই না?

    ReplyDelete
    Replies
    1. হ্যাঁ। সেতার খুবই প্রিয়।

      Delete

সর্বাধিক পছন্দের লেখা

পুরুষোত্তমের প্রতি

পুরুষোত্তমের প্রতি                                          ~ সৈকত দাস হে চির সুধীর, কৌশলী বীর, তব বাণী ছায়াতলে, অব...