Friday 11 September 2020

 


বড্ড দুঃখ

                               ~ শ্রী সৈকত


বাঙালি দুঃখবিলাস ভালোবাসে।

তার ফ্রিজে ঢোকানো লালশাক আছে,

কনভেন্টে পড়া বাচ্চা আছে,

ফাইফরমাস খাটা কাজের লোক আছে একটা,

তবু সে দুঃখবিলাস ভালোবাসে।

বাঙালির দেশপ্রেম আছে, জাতিপ্রেম আছে,

ধর্না আছে, পাড়ার প্রেম আছে,

পশ্চিমবঙ্গের মধ্যেই উত্তর দক্ষিণ ভাগ আছে,

বাঙালি, বাংলা বলতে কলকাতা বোঝে,

আর কলকাতা বলতে বুদ্ধিজীবী,

কাজ না পাওয়া বেকারের প্রেম দেখলে চোখ জ্বালা করে,

পরনিন্দা কে না করে? বাঙালিও করে,

তবে দুঃখ আর সুখের মধ্যে বেছে নিতে বললে—

বাঙালি সুখটা চেটে নিয়ে দুঃখবিলাস ভালোবাসে।

রসগোল্লাটা ভালো ছিল, তবে স্বাদটা থাকলো না বেশিক্ষণ— দুঃখ।

প্রেমটা জমেছিল, কিন্তু ছেলেটা ওর কথা মতন চলছিল না

তাই ব্রেকআপ— দুঃখ।

নিজের বাড়িতে বউ রেখে কলেজের প্রেমিকার সাথে

পরকীয়া করতে পারছে না— দুঃখ!

ইত্যাদি সব বিভৎস করুণ দুঃখ নিয়ে বাঙালি হাঁটছে,

হাঁটছে তো হাঁটছেই, থামবার নামই নেই!

আর কাব্য করে করে ছড়িয়ে দিচ্ছে সেই দুঃখমালা।


আর যেসব বাঙালি সত্যি সত্যিই দুঃখে আছে,

তাদের মাথায় খাবারের চিন্তা,

বাচ্চাকে পড়ানোর চিন্তা,

মায়ের ক্যানসারের চিকিৎসার টাকার চিন্তা,

বর্ষার সময় ফুটো ছাদের নীচে বসে চিন্তা,

কাজ খুঁজে খুঁজে খালি হাতে বাড়ি ফিরে প্রতিরাতে দুশ্চিন্তা—

বিলাসের সময় পাবে কখন বলুন তো!

আপনার অঢেল সময়, 

করুন, দুঃখবিলাস করুন।


© শ্রী সৈকত

২৫ ভাদ্র, ১৪২৭

১১ সেপ্টেম্বর, ২০২০

No comments:

Post a Comment

সর্বাধিক পছন্দের লেখা

পুরুষোত্তমের প্রতি

পুরুষোত্তমের প্রতি                                          ~ সৈকত দাস হে চির সুধীর, কৌশলী বীর, তব বাণী ছায়াতলে, অব...