Friday 31 August 2018

আমি

আমি

(চতুর্দশপদী)

                        ~ সৈকত দাস


হে শমন, মোর কাছে শক্তিহীন তুমি,
মরিবে এ দেহ, তবু মরিব না আমি।
বৃথায় হস্তে তব কালদন্ড! কর্মের
মাঝে আমি রব অক্ষয়। ওগো ধর্মের
রক্ষক, তুমি নাশিবে এ দেহ, মারিবে
এ পঞ্চকোশ, দগ্ধিবে অনলে, পারিবে
না তবু বিনাশিতে আমারে! চিরস্থায়ী
হয়ে রবো মানবের হৃদে। ক্ষণস্থায়ী
এ আনন্দ-সুখ-দুঃখরাশি নই আমি
নই মন দেহ; পঞ্চভূত নই আমি,
নহি আমি মাতৃস্নেহ, পিতা আমি নই,
জন্মি নাই যবে, তবে মরণ কি হয়?
জেনে রাখো তবে মোর পরিচয় তুমি—
চিদানন্দঘনরূপ শিব শিব আমি!

©Saikat Das


Wednesday 29 August 2018

My Love

MY LOVE

                      ~ Saikat Das



I took birth, saw light, started crying;
This is only for the love for mine,
World comes and says, "Who is the girl?"
I tell that, "I'm the valuable pearl!
I'm the lover and the beloved one,
I'm the Milk and I'm the Swan!
I'm the Shiva and Shakti is me,
I'm the lock but I'm the key!
You are thinking that I am MAD;
But, O friend, thy self is in that!
The diff of you and me is thought,
Our "SELF" is one in a single slot.
I'm the king and I'm the poor,
I'm the disease and I'm the cure!
I'm the begger, donor I am;
I'm the Lion and I'm the ram!
I'm the formless, I'm the form,
I'm the cold, I'm the warm!
Knowing "I", the most difficult job—
You have to be robbed and you have to rob!"


Friday 24 August 2018

অপেক্ষা

অপেক্ষা

                                    ~ সৈকত দাস


উত্তাল তরঙ্গময় এ সমুদ্রতীরে
আমি একা বসে আছি
তব অপেক্ষায়—
হে প্রেমময়!
তব উন্মুক্ত চন্দ্রকিরনে, তব উন্মত্ত পবনে,
তব অসীম বিস্তৃত এ কৃষ্ণ গগনে,
কোথা মোর ঠাঁই? বুঝিতে না পাই!

তব দেখা পেলে আমি শুধাব সে কথা
ঢেলে দেব অন্তরের যত জমা ব্যাথা—
তব চরণকমলে।
প্রিয় মোর, তুমি কি কভু আসিবে না হেথা?
কাটিয়াছে রাত্রিদিন নিভৃত প্রতীক্ষায়।

কত লোকে আসে, তারা মোরে দেখে মৃদু হাসে;
কেহ কহে, কার তরে বসে তুই ওরে?
কোনো প্রভু নাহি তোর—
বৃথা কেন বসে রোস হেথা রাত্রি ভোর?
কেহ নাহি তোর!



তবে তুমি কেহ নও?
তুমি তবে কোথা নাই?
এ বিশ্ব চরাচরে প্রতিক্ষণে তবে আমি
তোমারই পরশ কেন পাই!

তুমি আছো, তুমি আছো,
তুমি মোরে ভালোবাসো,
আমি জানি প্রিয়, তবে দেখা নাহি পাই!
তুমি আছো, জানি, কোনো সংশয় নাই।

নক্ষত্র

নক্ষত্র

                       ~ সৈকত দাস

কখনো মনে হয় আমি এক বৃহৎ নক্ষত্রের অংশ!
বহু আলোকবর্ষ দূরে, কোনো এক নক্ষত্রের বিস্ফোরণে—
আমার জন্ম।
এক ব্রহ্মাণ্ড থেকে আর এক ব্রহ্মাণ্ডে ছুটে চলেছি আমি,
এ যেন এক অনন্ত যাত্রা!
কত আঘাত, কত সংঘর্ষ,
আমাকে করেছে টুকরো টুকরো,
কত গ্রহ উপগ্রহকে আমি করেছি ধুলিস্যাৎ!
কখনো হেরেছি, কখনো জেগে উঠেছি
বিজয়লক্ষ্মীর ডাকে।

হয়তো কোনদিন আমিও মিলিয়ে যাবো
সেই কৃষ্ণ গহ্বরে—
যে আমাকে প্রতি মুহূর্তে ডাকে!
রাজরাজ মহেশ্বর জেগে উঠবেন,
তাঁর নৃত্যছন্দে ঝঙ্কৃত হবে খমন্ডল!
তাঁর সৃষ্টির ব্রহ্মাণ্ডগুলির সাথে আমিও
মিলিয়ে যাবো তাঁর অতল স্পর্শে।



তার সাথে আমিও তৈরি করবো সেই মহাডিম্ব,
থেমে যায় সময়ের কলধ্বনি,
হারিয়ে যায় আলোক বিন্দু,
সে এক নীরবতা...
নিশ্চিদ্র নীরবতা!

তারপর একদিন ধ্বনিত হবে প্রণব ধ্বনি—
আমার মনে প্রাণে আবার পুলক জাগবে
ওঙ্কারের স্পর্শে!
সেই সৃষ্টির মুহূর্ত ফিরে আসবে পুনর্বার।
পঞ্চভূতের ঘটবে সমন্বয়!
কালচক্র শুরু করবে ঘুরতে আবার!
আমি সাক্ষী হিসেবে দেখে যাবো সব,
আর কর্মী হিসেবে করে যাবো আপন কাজ।

আমার তো মৃত্যু নেই!
নেই তোমারও।
আমি তো জন্মরহিত! অক্ষয়! অমর!
তুমিও তাই।
তাই ভয় পেয়ো না! অন্তরে বলো—
অভীঃ! অভীঃ! অভীঃ!
সকল বাধা ভয় তুচ্ছ করে এগিয়ে চলো— আমার মতন!
এ সৃষ্টির ওঠা পড়ায়, ভাঙ্গা গড়ায়, হয়ো না বিচলিত।



সৃষ্টি নেই তোমার, নেই লয়!
তুমি, আমি— অনাদি, অনন্ত!
সেই নক্ষত্রের মতো!
শিবোঽহম্! শিবোঽহম্!

সর্বাধিক পছন্দের লেখা

পুরুষোত্তমের প্রতি

পুরুষোত্তমের প্রতি                                          ~ সৈকত দাস হে চির সুধীর, কৌশলী বীর, তব বাণী ছায়াতলে, অব...