Friday 12 June 2020

ইমন আর কেদার

ইমন আর কেদার

                 ~ শ্রী সৈকত






নৈঋতে আজ সন্ধ্যাবেলায় মেঘ করেছে কালচে লাল,
ঠিক যেন এক শ্যামলা মেয়ের সিঁদুর মাখা চুলের জাল।
বড়ো বড়ো বাড়ির মাঝে গাছ দাঁড়িয়ে এক দুটি:
বাতাস দিলে তখন ওরা করছে যেন খুনসুটি—
পাশের ঘরে চলছে টিভি, বলছে খবর সঞ্চালক,
মিথ্যেমাখা মশলা দিয়ে টানছে ওরা অনেক লোক;
আজকে ক’টা খুন হয়েছে, কে করেছে শোকপ্রকাশ,
এ-দল ও-দল চাপানউতোর, উগড়োয় বিষ খবর-খাস—
আবার দেখো! মনটা কেমন বেআক্কেলে খারাপ লোক,
যতই থাকুক বিশাল আকাশ, নোংরা দিকেই কেবল ঝোঁক!
খারাপ আছে চারদিকেতে, সবই খারাপ নয় তো তাও:
খারাপটাকে নষ্ট করে দুঃখী লোকের দুখ মেটাও—
তাই বলে কি সুন্দরকে অবহেলা করতে হয়?
পাঁকের মাঝে দেখতে পাবে পদ্মপাতার জল শুকোয়।
এসব কথা ভাবতে বসে সময় গেছে অনেকটা
দখিন হাওয়া জানিয়ে গেল: দেখতে হবে আকাশটা।
কৃষ্ণ ব্যোমে, কাজল মেঘে, মিলেমিশে সব কালো,
তারার দেখা পাচ্ছি না তাও, ওই মেঘেতেই কোন আলো!
বাতাস বেয়েই উড়ল সে মেঘ, ঈশান দিকে মুখ করে—
তারায় ভরা একটা আকাশ ফিরল কখন চুপ করে:
অনন্তকে দেখব বলে রোজ সন্ধ্যায় ছাদের ’পর
থাকছি বসে, তুমিও চলো, গল্প হবে রাত্রিভর।

© শ্রী সৈকত
২৮ জ্যৈষ্ঠ, ১৪২৭

No comments:

Post a Comment

সর্বাধিক পছন্দের লেখা

পুরুষোত্তমের প্রতি

পুরুষোত্তমের প্রতি                                          ~ সৈকত দাস হে চির সুধীর, কৌশলী বীর, তব বাণী ছায়াতলে, অব...