Friday 12 June 2020

গতিপথ

গতিপথ

                         ~ শ্রী সৈকত



জীবন মস্ত বড়ো একজন খেলোয়াড়।
সে চায় তোমাকে ঘষেমেজে শ্রেষ্ঠ করে তুলতে—
তোমার নিজের থেকে আরো আরো বেশি উন্নত!
দুটো বিকল্প পথ দেয় সে: হয় এগিয়ে চলো,
নয়তো এখনই মৃতুলোকে ঢোকার দরজা খুলে যাবে।

জীবন কখনো কখনো একই পরিস্থিতির পুনরাবৃত্তি ঘটায়।
সে দেখতে চায়, তুমি ঠিক কী করো:
তুমি কি আগের ভুলই আবার করবে—
নাকি, জীবন থেকে কিছু শিক্ষা নিতে পেরেছ তুমি,
দেখতে চায় সে!

সভ্য হওয়ার পরেও, পাকা বাড়িতে শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে
ঠাণ্ডা কফির কাপে চুমুক লাগিয়েও,
তুমি স্তব্ধ করতে পারো না সেই খেলোয়াড়কে—
সে খেলবেই: ঠিক যেমন খেলতো প্রাগৈতিহাসিক যুগে
গুহাবাসী মানুষদের সঙ্গে…

© শ্রী সৈকত
২৪ জ্যৈষ্ঠ, ১৪২৭

No comments:

Post a Comment

সর্বাধিক পছন্দের লেখা

পুরুষোত্তমের প্রতি

পুরুষোত্তমের প্রতি                                          ~ সৈকত দাস হে চির সুধীর, কৌশলী বীর, তব বাণী ছায়াতলে, অব...