Saturday 13 June 2020

অন্যায্য

অন্যায্য

                           ~ শ্রী সৈকত



বাংলার টুইটারে আজ একটা হ্যাজ খুব ট্রেন্ডিং হয়েছে।
আমরা পরীক্ষা দেবো না।
কেন দেবো বলতে পারেন?…

এই সময়ে লক্ষ মানুষ হসপিটালে চিকিৎসাধীন
এর মধ্যেও পরীক্ষা নেন, কে আপনারা? উত্তর দিন!
ভারতে আজ ভাইরাল রোগ, মরছে মানুষ চারদিকেতে,
আক্রান্ত হবার পরে দেবেন আমাদেরকে খেতে?
বাঁচবোই না! থাকব কোথাও, পচা লাশের পাহাড়-মাঝে
ঠুকরে খাবে বন্য শকুন, মরবে আমার বাপ আর মা যে!
তাতে বলুন আপনার কী! আপনি সুশীল ভদ্রমানুষ,
মরলে দেবেন কয়েক টাকা, উড়বে তখন কথার ফানুস।
বুঝলেন বস্! আপনি বলেন, আমাদের খুব ইমিউনিটি,
যদিও হই সংক্রমিত, সেরে উঠব, নাইকো ক্ষতি—
জানেন কি স্যর দেশে আমার ক’টা পিপিই, ক’টা টেস্ট কিট,
জানেন ক’টা কোয়ারেন্টিন, কজন ডাক্তার একদম ফিট?
জানেন, আপনার যুবক ছেলে কিম্বা মেয়ে পরীক্ষাতে
আসবে চড়ে নিজের কার-এ… আমরা যাব বাস-ট্রেনেতে।
বলছেন কি? আপনি নাকি স্বাস্থ্যবিধি মেনেই করেন!
ডাক্তাররা মরছে কেন, কী স্যর, সেটা বলতে পারেন?
আমরা যদি আক্রান্ত হই, মরবে সাথে সব পরিবার,
তরুণ তাজা ভারত তখন শ্বাপদকূলের টাটকা খাবার,
ভবিষ্যতের ভারত তখন শকুনকূলের টাটকা খাবার!
ভাবুন মশাই, জোরসে ভাবুন, সময় এখন সঠিক ভাবার!

© শ্রী সৈকত
৩০ জ্যৈষ্ঠ, ১৪২৭

No comments:

Post a Comment

সর্বাধিক পছন্দের লেখা

পুরুষোত্তমের প্রতি

পুরুষোত্তমের প্রতি                                          ~ সৈকত দাস হে চির সুধীর, কৌশলী বীর, তব বাণী ছায়াতলে, অব...