Saturday 13 June 2020

খুন

খুন

                             ~ শ্রী সৈকত



কোথায় তোমার কাশ্মীরপ্রেম?
এখন আমরা চুপ কেন?
ওয়াহাবিরা মারছে মানুষ!
এখন খাচ্ছি স্যুপ কেন?
কাশ্মীরেতে পণ্ডিত খুন!
এখন কেন ঘরকুনো?
কোথায় তোমার ধিক্কার
আর কোথায় মুষ্ঠিবদ্ধ হাত?
ধর্মবিহীন তোমরা? নাকি—
তোমার ওটা বিশেষ জাত?
স্পেশাল কোনো স্ট্যাম্প নেই
আর নেইকো কোনো দলের ভড়ং
অন্যায়কে চাবকে সোজা
করতে পারে আমার কলম।
তোমাদের এই কান্না মেকি
(আর) শয়তানী ওই চিৎকারে,
যায় না চেপে মানুষ মরার
রক্ত-মাংস ছিটকালে।
এ ভাই! ধর্ম তোরাও দেখিস
ওরাও দেখে, তফাৎ কী?
শেষকালে তো মরবো আমরা
তোরা খাবি মাংস ঘি।
তোদের ওপর ঘেন্না ধরে
বলিস শুধুই আব্বুলিশ,
ধর্মহীনের বেশে তোরাই
ধর্ম দেখে চুপ থাকিস
ধর্ম দেখে চুপ থাকিস।

© শ্রী সৈকত
৩০ জ্যৈষ্ঠ, ১৪২৭

No comments:

Post a Comment

সর্বাধিক পছন্দের লেখা

পুরুষোত্তমের প্রতি

পুরুষোত্তমের প্রতি                                          ~ সৈকত দাস হে চির সুধীর, কৌশলী বীর, তব বাণী ছায়াতলে, অব...