Monday 15 June 2020

ডিপ্রেশন

ডিপ্রেশন
              ~ শ্রী সৈকত
(সুশান্ত সিং রাজপুত স্মরণে)




ডিপ্রেশনের বাংলা শুধু মনখারাপ না;
অনেক গভীর, অনেক অন্ধকার কথা ওটা।
মানুষের ভেতরটাকে নিংড়ে ছিবড়ে করে দেয় সে:
মানুষ ঝুলতে থাকে মাটির দু ফুট উঁচুতে।

ডিপ্রেশনের বাংলা আবার নিম্নচাপও না—
নিম্নচাপকে আবহাওয়াদপ্তর চিনে ফেলে ঠিক!
ডিপ্রেশনের বাংলা তরজমা না হয় নাই বা করলে:
বরং সেটাকে বোঝার চেষ্টা করতে পারো,
মানুষটার একাকীত্ব দূর করার সময়েই।

এমনকি ডিপ্রেশনের রোগীর সামনে কখনও বলো না যে,
সে ডিপ্রেশড— এটা তাকে আরো আরো শেষের দিকে ঠেলে দেয়!
বন্ধু হও তার, সাহচর্য দাও তাকে
আর চিকিৎসা শেষে সেরে ওঠার পর একসাথে 
এগিয়ে চলো সামনের দিকে।

© শ্রী সৈকত
৩১ জ্যৈষ্ঠ, ১৪২৭
বহরমপুর

No comments:

Post a Comment

সর্বাধিক পছন্দের লেখা

পুরুষোত্তমের প্রতি

পুরুষোত্তমের প্রতি                                          ~ সৈকত দাস হে চির সুধীর, কৌশলী বীর, তব বাণী ছায়াতলে, অব...