Sunday 28 June 2020

ইতিহাস

ইতিহাস
                ~ শ্রী সৈকত



ইতিহাস, গল্প লেখে।
সময়ের গল্প, কর্মের গল্প।
আর ভবিষ্যতের দিকে এগিয়ে দেয়
তার ধুলোমাখা দাবার ঘুঁটিগুলোকে।
ইতিহাসকে আমরা আবিষ্কার করি।
তাই আমাদের লেখা ইতিহাস হয় পক্ষপাতদুষ্ট!
একই ইতিহাস, ভিন্ন ভিন্নভাবে ধরা দেয় বিভিন্ন মানুষের চোখে—
তাই কখনো কখনো তা হয়ে ওঠে ধর্মীয়, সাংস্কৃতিক,
রাজনৈতিক কিম্বা ভৌগোলিক হিসেবে একপেশে।

ইতিহাস, গল্প লেখে।
তা বলে সে শুধু সাফল্যের গল্প বলেই থেমে যায় না:
প্রতি পাতায় সে লিখে যায় ব্যর্থতার গল্প,
কখনো সরাসরি, কখনো বা সূক্ষ্মভাবে।
তবে ইতিহাস সমদর্শী নয়।
সে শুধু সম্রাটদের গল্প লিখে যায়,
মনে রাখে না সমাজের আসল কারিগরদের যন্ত্রণাকে।

ইতিহাস ডাকাতদের গল্প লেখে।
সে চোখে আঙুল দিয়ে বারবার দেখিয়ে দেয়,
ধনের লালসাই শেষ করে দেয় সবকিছুকে,
সবশেষে ওই ডাকাতদেরও চলে যেতে হয় খালিহাতে।

অথচ আমরা শিখি না।
অথচ আমরা ইতিহাসকে ‘গল্পকথা’ বলে পড়াই ছোটদের,
‘অদরকারি বিষয়ে’র তালিকার সবার প্রথমে
জ্ঞানী অভিভাবকেরা লিখে দেন তার নাম!
তারপর?
তারপর আবার আমরা পুরোনো ভুলকেই নিয়ে আসি বর্তমানে।

তাই ইতিহাস পুনরাবৃত্ত হয়…

© শ্রী সৈকত
১৩ আষাঢ়, ১৪২৭
বহরমপুর

No comments:

Post a Comment

সর্বাধিক পছন্দের লেখা

পুরুষোত্তমের প্রতি

পুরুষোত্তমের প্রতি                                          ~ সৈকত দাস হে চির সুধীর, কৌশলী বীর, তব বাণী ছায়াতলে, অব...