Wednesday 23 January 2019

আলোর আশায়

আলোর আশায়

                                          ~ সৈকত দাস




ওঠো জাগো সবে বিবেক-সেনানী, নেতাজী ডাকছে ওই—
স্বামীজি আজকে খুঁজে ফিরছেন 'জেগে থাকা লোক' কই?
কোথায় দেশের সিংহশিশুরা, কোথায় সে বীরবাণী;
চেপে ধরেছে কি আবার মোদের, সেই সে আত্মগ্লানি?

প্রশ্ন উঠেও ওঠে না প্রশ্ন, কলম যে যায় থেমে!
দু-পাতা লিখতে যুবকের দল ওঠে দেখি আজ ঘেমে।
সংগ্রাম তারা জানে নাকো, শুধু নিজেদেরই চেনে তারা:
'আমি, আমি আর আমি'তেই দেখি মনগুলো সব ভরা!
সুভাষচন্দ্র, বিবেকানন্দ, বাঘাযতীনের কথা
কে পড়ছে আর আজকের দিনে, পড়ার সময় কোথা?
ভারতে এখন অনেক নেতা-জী, অনেক প্রভুজী ঘোরে,
কবেকার সেই হলুদ পাতারা হাওয়ায় যাক না উড়ে!
কী হবে ওসব প্যানপ্যানানি ভারতের জয়গানে?
দরকার ছিল, করেছে তখন, এখন কি আর শোনে?

বুঝলে স্বামীজী, আমাদের ছিল তোমাকেই দরকার
অধ্যাত্ম ছাড়া এ দেশের নাহি নাহি উদ্ধার।
ভোগসমুদ্রে ডুবেছে যে দেশ, সে দেশের কিবা আছে?
ত্যাগের সূর্য, হে মহাবীর, যাচি বল তব কাছে।
এসো এসো ওগো হৃদয় মাঝারে, স্নায়ু-পেশী হোক দৃঢ়,
মানবপ্রেমের বন্যায় আজ শান্তি আসুক চির।
তোমার সেনানী জাগুক দেশের কোটি নরনারী মাঝে
এসো এসো বীর, ধরা দাও আজি, মোদের সকল কাজে—
এসো সন্ন্যাসী, আলোক জ্বালাও আঁধার হৃদয় মাঝে!
ভারত আকাশে আজকের রবি নতুন আলোয় সাজে…

© সৈকত দাস
২৩ শে জানুয়ারি, ২০১৯

(মুর্শিদাবাদ বিবেক মিশনের ২০২০ সালের স্মরণিকাতে প্রকাশিত)

Thursday 10 January 2019

উদ্ভাসিত পৃষ্ঠাগুলি


উদ্ভাসিত পৃষ্ঠাগুলি

                                    ~ সৈকত দাস



পড়ছি, শুধুই পড়ছি।
তুমি যেন এক আদ‍্যন্তহীন গ্রন্থ
অসংখ্য পাতা, গুনে উঠতে পারি নি
চেষ্টাও করিনি গোনার—
শুধুই পড়ে চলেছি অবাক হয়ে
কিছু যাচ্ছে বোঝা,
কিছু বা থেকে যাচ্ছে 'মাথার বোঝা' হয়ে!

অদ্ভুত সে বই
লেখা নেই লেখকের নাম তাতে
যেন তা লিখিত হয়েছে
লেখককে খোঁজার উদ্দেশ্যেই!

পাতার পর পাতা উল্টে চলেছি
ফেরার নেই পথ—
প্রতিটি পাতার শেষে দেখি লেখা আছে: "চরৈবেতি"!
এগিয়ে যেতে যেতে…
যেতে যেতে হারিয়ে ফেলেছি নিজেকে তোমার মাঝে—

তুমিই কি আমি?
কোনোখানে কি মিশেছি আমরা?
নাকি আমরা আসলে একই সরলরেখা
ছিলাম, আছি, আর থাকবো ভবিষ্যতেও!

Sunday 6 January 2019

প্রলয়ান্তে


প্রলয়ান্তে

                                        ~ সৈকত দাস



অসীম নিস্তব্ধতা! নিশ্চুপ চরাচর!
তোমার হাতের ওই বীণাখানি রুদ্র-সুরে
বাজতে বাজতে কখন গেছে থেমে, হে নটরাজ!
সৃষ্টিরে করে লয় বসে আছো তুমি একা
কবিত্বহীন জগতে, ওগো মহাকবি।
অন্তরের সকল অব্যক্ত বেদনা হয়েছে বিদূরিত:
অনন্ত শান্তিতে তুমি নিশ্চুপ, নিস্পন্দ, ধ্যানমগ্ন!
শক্তির স্পন্দন ঘটছে না কোনোখানেই।
অনাদি অনন্ত কবিতার খাতা খোলা পড়ে আছে—
কালির আঁচড় পড়েনি একটুও!
খোলা আছে তব জটাজাল, এলোকেশ তুমি আজ;
শশী সূর্য নক্ষত্রদল নিশ্চিহ্ন হয়ে মিলিয়েছে কোথায়…
তুমি নির্বিকার, নিস্পৃহ; নিস্তরঙ্গ তোমার চেতনা।
মনে হয় নব সৃষ্টির হবে নাকো আর নির্মাণ!
শক্তিহীন মহেশ্বর নিমগ্ন আজ মহাধ্যানে…

Saturday 5 January 2019

প্রলয়ের আহ্বানে


প্রলয়ের আহ্বানে

~ সৈকত দাস



হে রুদ্র, হে নাথ! যেমন করে আজ
ভেঙে ফেলেছি ছন্দ আমি সব—
ভেঙে ফেলো যত আছে সৃজন তব।
ভালো মন্দ, কিছু না জানি
ভাঙো ভাঙো তুমি আজ!
হে শম্ভু, তোমার রুদ্ররূপ দেখতে
তৃষ্ণার্ত এ দুই নয়ন।
নাচো নাচো আজ প্রলয় ছন্দে
খুলে ফেল যত মোহ মায়া জাল;
স্রোতস্বিনীর মেনো নাকো মানা
উমাকে ভুলে নাচো তুমি আজ!
তোমার পায়ের আঘাতে কেঁপে উঠুক
এ ধরিত্রী! কঠিন-নরম ভেঙে যাক সব… সব!
নও তুমি কারো পতি, কারো পিতা নও,
হে সন্ন্যাসীরাজ, নাচো এবার আপন ভুলে।
ধরিত্রীর গভীর থেকে বেরিয়ে আসুক অগ্নি
খুলে যাক তোমার তৃতীয় নেত্র
দুচোখ থেকে ঝরে পড়ুক অন্তরের বেদনাশ্রু
হৃদয় নিংড়ানো অব্যক্ত কান্না—
সৃষ্টি মিলিয়ে যাক মহাশূন্যে…
বিলীন হোক সকল বেদনা!
চির অন্ধকারে ধ্যানমগ্ন হও, অতঃপর।।
© Saikat Das

Tuesday 1 January 2019

নতুনের আহ্বানে

নতুনের আহ্বানে

                  ~ সৈকত দাস




যে বীণার ছিঁড়ে গেছে তার
আজ তারে, বাঁধো তুমি নতুন সুরে;
দূরে সরে যাক যত মৃত্যুভয়, লাজ,
নতুন করে শুরু হোক জীবনের এ পথ—
যে পথ হারিয়ে গিয়েছিল একদিন
গহীন বনের মাঝখানে;
অন্ধকার অগম্য সে পথের পথিক সেদিন ছিলে তুমি,
আমি আজ, সে পথেই চলেছি:
এসো তুমি, ধরো হাত, নইলে এ স্বপ্ন
আবার হবে ঘনঘোর মিথ্যায় নির্বাসিত!
আজ এ রাতের শেষে সূর্যোদয়ের সাথেই 
শুরু হোক আবার নতুন পথচলা।
যে কাঁটা ক্ষতবিক্ষত করেছে তোমাকে
তুলে ফেলে, ভুলে যাও সে ব্যাথার কথা—
নইলে রাতের রজনীগন্ধা
ঢালতে পারবে না সুবাস তোমার অন্তরে কোনোদিন;
নইলে ধ্রুবতারাও ব্যর্থ হবে অথৈ পাথারে
নাবিকের পথ নির্দেশনে!
সন্ধ্যার ইমন রাগ স্তব্ধ হবে হঠাৎ, গভীর দীর্ঘশ্বাসে—
অতীতের মিথ্যা স্বপ্ন হাহাকারে ভরে দেবে তোমার পৃথিবী!
ভুলে যাও, ভুলে থাকো অতীতের জঞ্জাল বেদনা!
আজ তুমি নতুন উদ্যমে, বিহঙ্গের পক্ষ সাথে নিয়ে
উড়ে চলো মহাসমুদ্রের উপর দিয়ে;
নাই নাই ভয়, আজ প্রাতে সূর্যের হবেই উদয়:
নতুন সূর্যের দিকে উড়ে যাবো আমরা কেবলই সম্মুখে…

সর্বাধিক পছন্দের লেখা

পুরুষোত্তমের প্রতি

পুরুষোত্তমের প্রতি                                          ~ সৈকত দাস হে চির সুধীর, কৌশলী বীর, তব বাণী ছায়াতলে, অব...